SRH vs GT- অভিষেক শর্মা ও আইডেন মার্করামের অনবদ্য ব্য়াটিং, গুজরাটকে ১৯৬ রানের টার্গেট দিল হায়দরাবাদ

বুধবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs GT)। ম্য়াচে প্রথম ব্য়াট করে ১৯৫ রান করল কেন উইলিয়ামসনের দল। অর্ধশতরান করেন অভিষেক শর্মা ও আইডেন মার্করাম। 

আইপিএলের শীর্ষস্থান ওঠার লড়াইয়ে গুজরাট টাইটানসের বিধ্বংসী ব্য়াটিং করল সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক শর্মা ও আইডেন মার্করামের ব্য়াটে ভর করে বড় স্কোর করল কেন উইলিয়ামসনের দল। ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট টাইটানসের কোচ হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান করল সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৬৫ রান করে অভিষেক শর্মা। এছাড়া ৪০ বলে ৫৬ রান করে আইডেন মার্করাম। এছাড়া শেষের দিকে ৬ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন শশাঙ্ক সিং। গুজরাট টাইটানসের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মহম্মদ শামি। 

এদিন ব্য়াট করতে নেমে ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা মিলে ২৬ রান যোগ করেন ওপেনিং উইকেটে। ৫ রান করে মহমম্মদ শামির বলে বোল্ড হন কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেট তুলে নিতেও বেশি অপেক্ষা করতে হয়নি গুজরাট টাইটানসকে। ৪৪ রানে  দ্বিতীয় উইকেট পড়ে সানরাইজার্স হায়দরাবাদের। ১৬ রান করে মহম্মদ শামির দ্বিতীয় শিকার হন রাহুল ত্রিপাঠী। এরপর সানরাউইজার্সের ইনিংসের রাশ ধরেন অভিষেক শর্মা ও আইডেন মার্করাম। দুজন মিলে প্রথমে একটু ধরে খেললেও সেট হতেই আক্রমণাত্মক শট খেলা শুরু করেনষ বেশি কিছু চোখ ধাধানো শট উপহার দেয় এই জুটি। নিজের অর্ধশতরান পূরণ করেন অভিষেক শর্মা।  ৯৬ রানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় অভিষেক শর্মা ও আইডেন মার্করাম জুটি। ১৪০ রানে তৃতীয় উইকেট পরে অরেঞ্জ আর্মির। ৬৫ রান করে আলজারি জোসেফের বলে আউট হন অভিষেক শর্মা।

Latest Videos

 

 

অপরদিকে নিজেক ইনিংল চালিয়ে যান মার্করাম। তিনিও নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন। তবে নিকোলাস পুরান এদিন ক্রিজে বেশি সময় কাটাতে পারেননি। ১৪৭ রানে পড়ে চতুর্থ উইকেট। ৩ রান করে মহম্মদ শামির তৃতীয় শিকার হন পুরান। এরপর মার্করাম কিছু শট  খেললেও  দলের ১৬১ রানের মাথায় আউট হন তিনি। ৫৬ রানের ইনিংস খেলে যশ দয়ালের বলে আউট হন মার্করাম। এরপর ৩ রান করে দুর্ভাগ্যবশত রান আউট হন ওয়াশিংটন সুন্দর। শেষের দিকে ছোট কিন্তু বিধ্বংসী ইনিংস খেলেন শশাঙ্ক সিং। লকি ফার্গুসনের শেষ ওভারে মোট  চারটি বিশাল ছক্কা মারে হায়দরাবাদ। একটি মারেন মার্কো জানসেন ও তিনটি মারেন শশাঙ্ক সিং। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৯৫ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ও ৮ রানে অপরাজিত থাকেন মার্কো জানসেন। গুজরাট টাইটানসের টার্গেট ১৯৬ রান। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari