SRH vs GT- সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস, কে জিততে পারে ম্যাচ, জানুন বিস্তারিত

সোমবার আইপিএল ২০২২ (IPL 2022) -এর মুখোমুখি গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs GT)। টানা চতুর্থ জয়ের লক্ষ্যে হার্দিক পান্ডিয়ার দল। দ্বিতীয় জয় পেতে মরিয়া কেন উইলিয়ামসম ব্রিগেড।

আইপিএল ২০২২(IPL 2022) -এর ২১ তম ম্যাচে সোমাবরা মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad vs Gujarat Titans)। কেন উইলিয়ামসন ও হার্দিক পান্ডিয়ার  দলের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। একদিকে যেখানে  এখনও পর্যন্ত এবারের আইিপএলের অপরাজিত দল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট। ৩টি ম্যাচ খেলে তিনটি জয় পেয়ে দুরন্তভাবে শুরু করেছে মরসুম। টানা চতুর্থ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হার্দিক ব্রিগেড। অপরদিকে প্রথম দুটি ম্যাচ হারলেও সিএসকের বিরুদ্ধে জয়ে ফিরেছে অরেঞ্জ আর্মি। আজ প্রতিযোগিতার দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া কেন উইলিয়ামসনের (Kane Williamson) দল। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

অপরাজিত থাকাই লক্ষ্য গুজরাটের-
লখনউ, দিল্লি, পঞ্জাবের পর সোমবার আইপিএলে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানসের লক্ষ্য মিশন হায়দরাবাদ। শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ১৯০ রান তাড়া করে রুদ্ধশ্বাসভাবে ম্যাচ জেতে গুজরাট। ব্যাটিং লাইনআপে ছন্দে রয়েছেন শুবমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া। ওপেনিংয়ে শুধু ম্যাথিউ ওয়েডকে এখনও ছন্দে পাওয়া যায়নি। সেই জায়গায় সুযোগ পেতে পারেন ঋদ্ধিমান সাহা। বোলিং লাইনেও মহম্মদ শামি, লকি ফার্গুসন, রাশিদ খানরা নিজেদের সেরাটা দিচ্ছে। সাথে রয়েছ অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্স।সব মিলিয়ে টানা চতুর্থ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস।

Latest Videos

দ্বিতীয় জয় পেতে মরিয়া সানরাইজার্স-
অপরদিকে রাজস্থান ও লখনউয়ের বিরুদ্ধে হারের পর সিএসকের বিরুদ্ধে দুরন্তভাবে জয়ে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ। একটি জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও গুজরাটের মত শক্তিশালী দলের বিরুদ্ধে কোনওরকম খামতি রাখতে নারাজ কেন উইলিয়ামসনের দল। শেষ ম্য়াচে অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠীরদের ব্যাট হাতে ফর্ম স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি বল হাতেও ভালো পারফর্ম করেছে ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, টি নটনারজন, ওয়াশিংটন সুন্দররা। ফলে গুজরাটের বিরুদ্ধে আরও একবার নিজেদের সেরাটা দিয়ে দ্বিতীয় জয় তুলে নেওয়াই লক্ষ্য সানরাইজার্স হায়দরাবাদের।

পিচ রিপোর্ট-
গুজরাট টাইটানস বনাম সানরাইজার্স হায়দরাাদের ম্যাচ হবে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ কিছুটা স্লো হওয়ার সম্ভাবনা থাকে। তাতে স্পিনাররা এই উইকেট থেকে সাহায্য পাবে। তবে রাতের খেলা হওয়ায় ডিউ সমস্যার বিষয়টিও মাথায় রাখতে দুই অধিনায়ককে। টস জিতে প্রথমে ফিল্ডিং করাই ভালো মনে করা হচ্ছে।

ম্যাচ প্রেডিকশন-
গুজরাট ও হায়দরাবাদ দুই দলেই একাধিক ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে। সানরাইজার্স দলে তারকা প্লেয়ার বেশি থাকলেও টানা তিনটি ম্য়াচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। তাই টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও ক্রিকেট বিশেষজ্ঞরাও আজকের ম্যাচে গুজরাট টাইটানসকেই এগিয়ে রাখছেন। 

আরও পড়ুনঃমারকাটারি ফিগার, চাউনিতে উষ্ণতার হাতাছানি, চিনে নিন মুম্বই ইন্ডিয়ান্স তারকা সুপার সেক্সি বান্ধবীকে

আরও পড়ুনঃঅফিসের মহিলা 'কর্মীর' সঙ্গে কী করেছিলেন রোহিত শর্মা, জানুন তারকা ক্রিকেটারের 'কীর্তি'

আরও পড়ুনঃবিকিনি পরিহিত জলপরী, চিনে নিন প্য়াট কামিন্সের সুপার হট অ্যান্ড সেক্সি বান্ধবীকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari