সোমবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs GT)। প্রথমে ব্যাট করে ১৬২ রান করল হার্দিক পান্ডিয়ার দল। ৫ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌছে যায় কেন উইলিয়ামসনের দল।
টানা তিন ম্যাচ জয়ের পর অবশেষে আইপিএল ২০২২-এ প্রথম হারের মুখ দেখল গুজরাট টাইটানস। হার্দিক পান্ডিয়ার দলকে ৮ উইকেটে হারিয়ে চমক দিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে গুজরাট টাইটানস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। এছড়া ৩৫ রানের ইনিংস খেলেন অভিনব মনোহর। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন। রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে যায় অরেঞ্জ আর্মি। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন কেন উইলিয়ামসন। এছাড়া ৪২ রান করেন অভিষেক শর্মা। শেষের দিকে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান। প্রতিযোগিতায় দ্বিতীয় জয় পেল সানরাইজার্স।
এদিন ব্যাট করতে নেমে শুরুটা ঝোড়ো করেছিল গুজরাট টাইটানসের দুই ওপেনার শুবমান গিল ও ম্য়াথু ওয়েড। কিন্তু তা বেশি সময় স্থায়ী হয়নি। ২৪ রানে প্রথম উইকেট পড়ে গুজরাটের। ৭ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন শুবমাান গিল। ৪৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ১১ রান করে টি নটরাজনের বলে আউট হন সাই সুদর্শন। এরপর একদিক থেকে হার্দিক পান্ডিয়া ইনিংসের রাশ ধরার চেষ্টা করলেও ৬৪ রানে তৃতীয় উইকেট পড়ে। ১৯ রান করে উমরান মালিকের বলে আউট হন ম্যাথু ওয়েড। এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে একটা ছোট পার্টনারশিপ করেন হার্দিক পান্ডিয়া। ১০৪ রানে চতুর্থ উইকেট পড়ে গুজরাট টাইটানসের। ১২ রান করে মার্কো জানসেনের বলে আউট হন ডেভিড মিলার। এরপর অভিনব মনোহরকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান গুজরাট অধিনায়ক। দুজনে মিলে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করে ফেলেন। ১৫৪ রানে পঞ্চম উইকেট পড়ে গুজরাটের। ৩৫ রান করে ভুবির বলে আউট হন মনোহর। এরপর রাহুল তেওয়াটিয়া এসে মারকাটারি ব্যাটিং করলেও ৬ রান করে রান আউট হন তিনি। শেষ ওভারে নিজের অর্ধশতরানও পূরণ করেন হার্দিক পান্ডিয়া। শেষ বলে খাতা না খুলে নটরাজনের বলে আউট হন রাশিদ খান। সব মিলিয়ে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে গুজরাট।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে সানরাইজার্স হায়দরাবাদ। একটু ধীর গতিতে শুরু করলেও উইকেট না হারিয়ে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা। ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুই তারকা। অবশেষে ৬৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে হায়দরাবাদের। ৪২ রান করে রাশিদ খানের বলে আউট হন অভিষেক শর্মা। এরপর রাহুল ত্রিপাঠী এসে উইলিয়ামসনের সঙ্গে ইনিংসের রাশ ধরেন। দুজন মিলে সুন্দর গতিতেই দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত ১৭ রানের সময় চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হন রাহুল ত্রিপাঠী। এরপর নিকোলাস পুরান এসে কেন উইলিয়ামসনের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। নিজের অর্ধশতরানও পূরণ করেন সানরাইজার্স অধিনায়ক। অবশেষে ৫৭ রানের ইনিংস খেলে আউট হন উইলিয়ামসন। এরপর নিকোলাস পুরান ও আইডেন মার্করাম মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে যায় হায়দরাবাদ। ৩৯ রানের পার্টনারশিপ করে তারা। ৩৪ রান করে অপরাজিত থাকেন পুরান ও ১২ রানে অপরাজিত থাকেন মার্করাম।