ফের বিস্ফোরক চাহল,'সারা রাত বেঁধে ফেলে রাখা হয়েছিল', দুই ক্রিকেটারের নাম জানালেন লেগ স্পিনার

Published : Apr 11, 2022, 08:36 PM ISTUpdated : Apr 11, 2022, 08:38 PM IST
ফের বিস্ফোরক চাহল,'সারা রাত বেঁধে ফেলে রাখা হয়েছিল', দুই ক্রিকেটারের নাম জানালেন লেগ স্পিনার

সংক্ষিপ্ত

কয়েক দিন আগেই যুজবেন্দ্র চাহল (Yuzvendra Chahal) বলেছিলেন ২০১৩ সালে আইপিএল (IPL) চলাকালীন তাক মত্ত অবস্থায় এক ক্রিকেটার ১৬ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিল। এবার আরও একটি বিস্ফোরক অভিযোগ চাহলের।  

হাসি মুখে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন যুজবেন্দ্র চাহল। সম্প্রতি, ২০১৩ সালের আইপিএল চলাকালীন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার। বলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার মদের নেশায় চুর হয়ে হোটেলের ১৬ তলার ব্যালকনি থেকে তাঁকে ঝুলিয়ে দিয়েছিলেন এক খেলোয়াড়।  তবে কোন খেলোয়াড় সেই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিলেন, তা জানাননি তারকা স্পিনার। এরপর থেকেই তোলপার হচ্ছে ক্রিকেট বিশ্ব। কোন ক্রিকেটার এমন ঘটনা ঘটিয়েছিলেন তার নাম সামনে আনাপ জন্য চাহলকে বলেছেন রবি শাস্ত্রী, বীরেন্দ্র সেওয়াগরা। সেই ক্রিকেটারের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন তারা। এই বিতর্কের রেশ এখনও কাটেনি। তারমধ্যে প্রকাশ্যে এব চাহলকে হেনস্তা করার আরও একটি খবর। 

চাহলের এই অভিযোগ অবশ্য কয়েক মাস আগের। তখনও রাজস্থান রয়্যালসের প্লেয়ার ছিলেন না। তখন আরসিবি দলের অংশ ছিলেন। ২০২২ সালের শুরুর দিকে আরসিবির একটি পডকাস্টে যুজবেন্দ্র চাহলের পুরোনো মন্তব্য ফের একবার আলোড়ন সৃষ্টি করেছে। ১৬ তলা থেকে ঝুলিয়ে দেওয়ার ঘটনা সামনে আসতেই ফের একবার শিরোনামে উঠে এসেছে সেই পুরোনো মন্তব্য। আরসিবির পডকাস্টে চাহলের দাবি, ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ানস চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে ঘটনাটি ঘটেছিল। বিতর্কিত অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস এবং নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিন তাঁকে সারারাত বেঁধে রেখেছিলেন। চাহল বলেছেন, “সাইমন্ডস অনেকটা জুস পান করেছিল। তারপর দু’জন মিলে আমার হাত পা বেঁধে দেয়। মুখে টেপ লাগিয়ে দেয় যাতে আমি কথা বলতে না পারি। এরপর আমাকে বলে, এই বাঁধনগুলো নিজেই খোল, এই বলে চলে যায় দু’জনে। সারারাত আমি ওই অবস্থাতেই ছিলাম। পরের দিন সকালে ঘর পরিষ্কার করতে আসে একজন। সে আমাকে ওই অবস্থায় দেখতে পেয়ে আরও কয়েকজনকে ডাকে। সবাই এসে আমার বাঁধন খোলে।” 

 

 

 

চাহলের এই মন্তব্য আরও একবার সামনে আসার পর ফের একবার বিতর্কের ঢেউ উঠেছে ক্রিকেট মহলে। সাইমন্ডস এখন ক্রিকেট থেকে দূরে থাকলেও ডারহাম ক্লাবের কোচ ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে চাহলের একের পর এক বিস্ফোরক মন্তব্যে তোলপার ক্রিকেট বিশ্ব। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে। প্রসঙ্গত, এবার আইপিলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত ছন্দে রয়েছে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত