বিদেশের মাটিতে হতে পারে আইপিএল,ইঙ্গিত দিলেন এক বোর্ড কর্তা

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পরেনি আইসিসি
  • অপরদিকে দেশ জুড়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা
  • এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে আইপিএল হতে পারে বলে ইঙ্গিত 
  • আইপিএল নিয়ে এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা
     

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। যা নিয়ে ক্ষুব্ধ বিসিসিআই। তবে বাতিল হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ  তা একপ্রকার নিশ্চিতভাবে বলছে ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু আবার এশিয়া কাপ নিয়েও উঠে পড়ে লেগেছে পাকিস্তান। তারউপর দেশে চিন বিরোধী আবহে আইপিএল থেকে চিনা স্পনসর বাতিলের দাবিও উঠেছে। এই পরিস্থিতিতে আইপিএল হলেও দেশের মাটি না বিদেশের মাটিতে হবে তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তারমধ্যে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে আইপিএল হলে তা বিদেশের মাটিতে হওয়ার সম্ভাবনা বেশি বলেই জানালেন এক বিসিসিআই আধিকারিক।

আরও পড়ুনঃকেন্দ্রের নির্দেশিকা ছাড়া আইপিএল থেকে চিনা স্পনসর বাতিলে নারাজ বিসিসিআই

Latest Videos

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ওই বোর্ড কর্তা জানিয়েছেন,দেশে আইপিএল হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সংযুক্ত আরব আমিরশাহি বা শ্রীলঙ্কায় আইপিএল নিয়ে যেতে পারে বোর্ড। যদিও ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশেই একটা বা দুটো ভেন্যুতে টুর্নামেন্ট করা কঠিন। সেই কারণেই বিদেশে আইপিএল চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কী চুড়ান্ত সিদ্ধান্ত নেয় সেই দিক ও দেশের করোনা ভাইরাস পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যায় সব দিকের বিচার করেই বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ওই বোর্ড কর্তা।

আরও পড়ুনঃবিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের এমন কিছু রেকর্ড,যা ভাঙা একপ্রকার অসম্ভব

আরও পড়ুনঃক্রিকেট ইতিহাসে এমন ৫ ক্রিকেটার,যারা কোনও দিন 'নো বল' করেননি

আইপিএল আয়োজন করার জন্য দেশের মাটিই যে প্রথম পছন্দ তা বারবার বলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি আইপিএল দেশের মাটিতে করতে প্রস্তুত বলেও জানানো হয়েছিল বোর্ডের তরফে। সব রাজ্যের কাছে পৌছে গিয়েছিল নোটিসও। এমনকী দু-একটি ভ্যেনুতে আইপিএল করার বিষয়েও আলোচনা হয়ছিল। তাহলে কী শুধু করোনা ভাইরাসের কারণে বিদশের মাটিতে আইপিএল নিয়ে যেতে চাইছে বোর্ড। নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও বিষয়। বোর্ড কর্তার বক্তব্যের পর উঠছে সেই প্রশ্নই।
 

Share this article
click me!

Latest Videos

'আয় জিহাদির বাচ্চারা, রাজাকারের নাতিরা, তোদের বাণ্ডিল করব' | Suvendu Adhikari | #shorts | #bjp
ভারতে ঢুকে পড়ল চীনের নতুন ভাইরাস HMPV ! বেঙ্গালুরুতে প্রথম পজেটিভ রোগী, দেখুন | HMPV India |
'এই ভাইরাস ভারতে নতুন নয়', HMPV নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা
ফের অশান্তি সন্দেশখালিতে! তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল, সক্রিয় শিবু হাজরার অনুগামীরা | Sandeshkhali
'হিন্দু হটাও! আয় জিহাদির বাচ্চা কোথায় আছিস, বাণ্ডিল করে পাঠাব' চরম বার্তা Suvendu Adhikari-র