আইপিএল মেগা নিলামের প্রথম দিনে কাদের কিনল কেকেআর, পার্সে পড়ে কত টাকা - জেনে নিন সব কিছু

বেঙ্গালুরুতে (Bengaluru) বসেছে আইপিএল মেগা নিলাম ২০২২-এর প্রথম দিনে (IPL Mega Auction 2022, day 1) ৩৫ কোটি টাকার বেশি খরচ করে ৫ জন ক্রিকেটারকে কিনল কেকেআর (KKR)। কারা তাঁরা, পার্সে কত টাকাই বা পড়ে রয়েছে, জেনে নিন বিস্তারিত।
 

শনিবার বেঙ্গালুরুতে (Bengaluru) আইপিএল মেগা নিলাম ২০২২-এর প্রথম দিনটা (IPL Mega Auction 2022, day 1) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য ভাল-মন্দ মিশিয়ে গেল। একদিকে যেমন খুব ভাল মানের ৫ জন ক্রিকেটারকে তুলে নিয়েছে কেকেআর (KKR), তেমনই খরচ হয়ে গিয়েছে ৩৫ কোটি টাকার বেশি। ফলে পকেটে আর অর্থ বেশি নেই। এখনও কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে অন্তত ৯ জন ক্রিকেটারকে দলে নিতে হবে। এদিন নাইট রাইডার্স দিনটা শুরু করেছিল নাইট দলেই থাকা অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সকে (Pat Cummins) কিনে। দিন শেষটা করেছে আরেক প্রাক্তন নাইট, ক্যারিবিয়ান ক্রিকেটার শেলডন জ্যাকসনকে (Sheldon Jackson) দলে ফিরিয়ে এনে।

প্যাট কামিন্স

Latest Videos

প্যাট কামিন্সকে নিয়ে প্রথমে দর হাঁকাহাঁকির লড়াই শুরু হয়েছিল কেকেআর এবং রাজস্থান রয়্যালস-এর (Rajasthan Royals) মধ্যে। রয়্যালস হাল ছেড়ে দেওয়ার সময়ই, তাতে যোগ দেয় দুই নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস (Gujarat Titans) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। কিন্তু, অজি জোরে বোলারকে দলে ফেরাতে বদ্ধ পরিকর ছিল নাইটরা। শেষ পর্যন্ত তাঁকে ৭.২৫ কোটি টাকায় কিনে নেয় কেকেআর। দুইবারের প্রাক্তন চ্যাম্পিয়নদের শিবিরে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কামিন্সও।

আরও পড়ুন - আইপিএল মেগা নিলামের প্রথম দিন, কোন দল কিনল কাকে - ১০ দলের ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকা

আরও পড়ুন - আইপিএল নিলামে কোন দল কত জন ক্রিকেটার কিনতে পারবে, জানুন বিস্তারিত

আরও পড়ুন - আইপিএল ২০২২ নিলামের প্রথম দিনে সেরা ১০ দামি ক্রিকেটার কারা, দেখে নিন তালিকা

দলে আরেক আইয়ার

কেকেআর-এর পরবর্তী বাছাই ছিল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), যাকে এবারের আইপিএল-এর অন্যতম সেরা বাছাইদের একজন বলে ধরা হচ্ছিল। ১২.২৫ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে কেকেআর, সম্ভবত তাঁকেই দেওয়া হবে দলের অধিনায়কত্বের দায়িত্ব। কেকেআর-এর সঙ্গে সঙ্গে শ্রেয়স-এর জন্য ঝাঁপিয়েছিল তাঁর আগের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস-ও (Delhi Capitals)। তবে, কলকাতা লড়াই ছাড়েনি। 

নীতিশ রানার জন্য জোর লড়াই 

এরপর, কেকেআর-কে প্রবল লড়াই করতে হয় আরেক নাইট সদস্য নীতিশ রানাকে (Nitish Rana) দলে ফিরিয়ে আনার জন্য। তাঁকে নিতে ঝাঁপিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স-ও (Mumbai Indians)। শুরুতে রানার জন্য এমআই-কেকেআর প্রবল দর হাঁকার যুদ্ধ চলে। এরপর, তাতে যোগ দিয়েছিল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস-ও (Chennai Super Kings)। কিন্তু, শেষ পর্যন্ত ৮ কোটি টাকা খরচ করে তাকে জিতে নেয় কেকেআর। নীতিশ রানার জন্য খরচটা বেশ বেশিই হয়েছে বলে মনে করা হচ্ছে। 

পরবর্তী দুই বাছাই-ও প্রাক্তন নাইট

অদ্ভূতভাবে, কেকেআর-এর পরবর্তী দুই বাছাই-ও দুজনেই দলের পুরনো খেলোয়াড় - শিবম মাভি (Shivam Mavi) এবং শেলডন জ্যাকসন। লখনউ এবং গুজরাটের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিলাম যুদ্ধের পর মাভিকে কেকেআর ৭.২৫ কোটি টাকায় ফের চুক্তিবদ্ধ করেছে। শেলডনের জন্য অবশ্য কেকেআর-কে বেশি খরচ করতে হয়নি। কেকেআর প্রথম দর হেঁকেছিল ২০ লক্ষ টাকার। লখনউ সুপার জায়ান্টস একবার মাত্র দর হাঁকে। শেষে কেকেআর ৬০ লক্ষ টাকায় তাঁকে দলে ফেরায়। 

যাদের ধরে রাখা হয়েছে

নিলামের আগে চারজন ক্রিকেটারকে ধরে রেখেছিল কেকেআর - আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (৮ কোটি টাকা), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি টাকা) এবং সুনীল নারাইন (৬ কোটি টাকা)। এরপর, ৭ জন বিদেশী-সহ আরও মোট ২১ জন ক্রিকেটার নেওয়ার জায়গা ছিল। 

পার্সের হিসাব

প্রথম দিনের নিলামের আগে পার্সে ছিল ৪৮ কোটি টাকা। প্রথম দিনের পর পার্সে পড়ে আছে আর মাত্র ১২.৬৫ কোটি টাকা। এখনও পর্যন্ত চারজন বিদেশী-সহ মোট ৯ জন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল খেলার জন্য আরও অন্তত ৯ জন ক্রিকেটারকে কিনতে হবে। 

দ্বিতীয় দিনে কেকেআর-এর ফোকাস

কামিন্স এবং মাভিকে সমর্থন করার জন্য ভারতীয় এবং বিদেশী কিছু পেসারের প্রয়োজন। এছাড়া দ্বিতীয় দিনের নিলামে কেকেআর-এর নজর থাকবে আরও কিছু ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানের দিকে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এর সঙ্গে কেকেআর লাইন আপে প্রয়োজনীয় ভারসাম্যের জন্য কয়েকজন অলরাউন্ডার এবং অন্তত একজন বিদেশী ব্যাটসম্যান প্রয়োজন। 

এখনও পর্যন্ত কেকেআর দল - 

ভেঙ্কটেশ আইয়ার 
নীতীশ রানা
শ্রেয়স আইয়ার 
আন্দ্রে রাসেল 
সুনীল নারাইন
প্যাট কামিন্স 
শিবম মাভি 
শেলডন জ্যাকসন 
বরুণ চক্রবর্তী 
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury