৫৯৯ -তে দাঁড়িয়ে অ্যান্ডারসন, ৬০০ উইকেটের পথে সবথেকে বড় বাঁধা বৃৃষ্টি

Published : Aug 25, 2020, 02:59 PM ISTUpdated : Aug 25, 2020, 03:02 PM IST
৫৯৯ -তে দাঁড়িয়ে অ্যান্ডারসন, ৬০০ উইকেটের পথে সবথেকে বড় বাঁধা বৃৃষ্টি

সংক্ষিপ্ত

মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে জেমস অ্যান্ডারসন আজ একটি উইকেট পেলেই সম্পূর্ণ করে ফেলবেন ৬০০ উইকেট সর্বপ্রথম পেসার হিসাবে টেস্টে এই কৃতিত্ব অর্জন করবেন জিমি আজ পঞ্চম দিনে তার সামনে বাঁধা একমাত্র বৃষ্টি  

ইংল্যান্ডে সিরিজের টেস্টে হার বাঁচানোর জন্য লড়াই করছে পাকিস্তান। সাউদাম্পটনে তৃতীয় এবং শেষ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৮ উইকেটে ৫৮৩ রান তুলে ইনিংস ছেড়ে দেয়। জবাবে পাকিস্তান ব্যাটিং করতে নেমে ধসে পড়ে। তাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৭৩ রানে। এর পরে ফলো অন করানোর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের শেষে পাকিস্তানের রান দুই উইকেটে ১০০।

প্রথম ইনিংসে অধিনায়ক আজহার আলির সেঞ্চুরির সুবাদে আড়াইশো রানের গণ্ডি টপকায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসেও ২৯ রানে নট আউট থেকে লড়ছেন সেই আজহার। প্রথম ইনিংসে পাকিস্তানকে ভাঙেন ইংল্যান্ডের সবথেকে অভিজ্ঞ জিমি অ্যান্ডারসন। পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার কে বেসামাল করে দেন তিনি। এই দিনও ১ উইকেট নেন তিনি। ইংল্যান্ডের এই ফাস্ট বোলারের টেস্ট উইকেট সংখ্যা এই মুহূর্তে  ৫৯৯। আর এক উইকেট পেলেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেট পাওয়ার বিরল কৃতিত্ব অর্জন করবেন জেমস অ্যান্ডারসন।

কিন্তু সেই অর্জনের রাস্তায় বাঁধ সেধেছে বৃষ্টি। বৃষ্টিতে পঞ্চম দিনের খেলা ভেস্তে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আর সামান্য সময় খেলা হলেও সেই সময়টুকুতে অ্যান্ডারসন উইকেট পাবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তায় ভুগছেন ক্রিকেট ভক্তরা। অবশ্য চতুর্থ দিন লাঞ্চের আগে জস বাটলার একটি সহজ ক্যাচ না ফেললে সেইদিনই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন জেমস অ্যান্ডারসন। এখন দেখার বরুণ দেবতা তার উপর সদয় হন কিনা।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে