পিচ রোলার চুরির অভিযোগ, কাঠগড়ায় টিম ইন্ডিয়ায় খেলা তারকা ক্রিকেটার

জাতীয় দলে খেলা ক্রিকেটারের বিরুদ্ধে পিচ রোলার চুরি করার অভিযোগ। ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন ওই ক্রিকেটার। পরিস্থিতি বুঝে মত পাল্টাল রাজ্য ক্রিকেট সংস্থাও।

ভারতীয় দলের হয়ে খেলেছেন ওয়ান ডে ও টি২০ ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে তার নাম সর্বজনবিদিত। বিশেষ করে ভূস্বর্গ কাশ্মীরের সবথেকে জনপ্রিয় ক্রিকেটার তিনি। তার অফ স্পিন বোলিং ও মারকাটারি ব্যাটিংয়ের প্রশংসা করছেন অনেকেই। কিন্তু সেই তারকা ক্রিকেটার পারভেজ রসুলের বিরুদ্ধে উঠল সামান্য পিচ রোলার চুরির অভিযোগ। আর রসুলকে কাঠগোরায় তুলল অন্য কেউ নয়, এমন কাণ্ড ঘটিয়েছে খোদ জম্মু-কাশ্মীরের ক্রিকেট সংস্থা। এমন অভিযোগ ওঠার পর স্বভাবকই চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest Videos

রসুলের কাছে সরাসরি ই-মেল পাঠায় জেকেসিএ। স্পষ্ট ভাষায় মেলে বলা হয়, রোলারটি নাকি চুরি করেছেন জম্মু-কাশ্মীর থেকে প্রথম জাতীয় দলে খেলা ক্রিকেটার। শুধু অভিযোগ আনাই নয়, পারভেজ রসুলকে রোলার ফেরতে দিতে বলা হয়েছে। এমনকী রোলার ফেরত না দিলে পুলিসের দ্বারস্থ্য হওয়ারল কথাও জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ক্রিকেট সংস্থা। এমন অভিযোগের সম্মুখীন হয়ে স্বভাবতই ব্যথিত পারভেজ রসুল। এক  সাক্ষাৎকারে রসুল আক্ষেপের সুরে বলেন, “একজন আন্তর্জাতিক ক্রিকেটারের কি এটাই প্রাপ্য ছিল! যে তাঁর জীবনের সবটা জম্মু-কাশ্মীরের ক্রিকেটকে দিয়েছে?”

বিষয়টি চাউর হতেই নড়ে চড়ে বসে জম্মু-কাশ্মীরের ক্রিকেট সংস্থা। সংস্থার কর্তাদের তরফে জানানো হয়, রাজ্যের প্রত্যেকটি জেলাকেই ক্রিকেটীয় সরঞ্জাম ফেরত দেওয়ারল জন্য মেল করা হয়েছিল. কিন্তু যেই জেলার মেল আইডি নেই, সেই জায়গায় কোনও নির্দিষ্ট ব্যক্তিকে মেল করা হয়। সেই কারমেই পারভেজ রসুলের কাছে মেল গিয়েছে। রসুলকে অভিযুক্ত করার জন্য তারা কোনও মেল পাঠায়নি। কিন্তু এমন ঘটনায় সমালোচনায় সরব হয়েছে ক্রিকেট মহল। 

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের