ভারতের ফিল্ডিং কোচ হতে চাইছেন জন্টি রোডস! কোথায় উন্নতি দরকার, কী তার পরিকল্পনা

  • ওয়েস্টইন্ডিজ সফরেই ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচিং স্টাফদের মেয়াদ ফুরোচ্ছে
  • বোর্ডের তরফ থেকে নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে
  • ফিল্ডিং কোচ হিসেবে আবেদন করেছেন জন্টি রোডস
  • তিনি জানিয়েছেন, ভারতীয় দলের ফিল্ডিং কোচ হতে তিনি দারুণ আগ্রহী

 

amartya lahiri | Published : Jul 25, 2019 9:19 AM IST

ওয়েস্টইন্ডিজ সফরই শেষ। তারপরই ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফরা বদলে যেতে পারেন। ইতিমধ্যেই বোর্ডের তরফ থেকে নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। তারমধ্য়ে সবচেয়ে হাইপ্রোফাইল যে নামটি শোনা গিয়েছে, তা হল জন্টি রোডস। নিজেই জানালেন ভারতের ফিল্ডিং কোচ হতে তিনি দারুণ আগ্রহী।

এমনিতেই ভারতের প্রতি জন্টির ভালবাসা রয়েছে। তাঁর দুই মেয়েরই জন্ম হয়েছে ভারতে থাকাকালীনই। একজনের নাম রাখা হয়েছে ইন্ডিয়া। এর আগে ৯ মরসুম আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি।

Latest Videos

এক সাক্ষাতকারে জন্টি জানিয়েছেন, গত পাঁচবছরে ভারতীয় দলের ফিল্ডিংয়ে দারুণ উন্নতি হয়েছে। নেক বেশি অ্যাথলেটিক হয়ে উঠেছেন ক্রিকেটাররা। আর তাতে আরও কিছু উপাদান তিনি য়োগ করতে পারবেন বলে মনে করছেন ফিল্ডিং-এর জন্যই বিশ্ববন্দিত এই প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার।

তিনি আরও জানিয়েছেন, কোচিং করতে তিনি খুবই ভালবাসে। আর ভারতীয় দল এই মুহূর্তে বিশ্বেরপ সবচেয়ে ব্যস্ততম দল। কাজেই ভারতের ফিল্ডিং কোচ হতে পারলে কোচিং-এও তাঁর অনেকটা সময় কাটবে।

সেই সঙ্গে ভারতীয় দলের মানসিকতায় একটি বড় পরিবর্তন করতে চান তিনি। জন্টি জানিয়েছেন, ভারতে থাকার সময়ে তিনি লক্ষ্য করেছেন ভারতীয়রা ঝুঁকি নিতেখুব একটা চান না। বাবা-মায়েরাও চান না তাঁদের সন্তানরা ঝুঁকি নিক। ভারতীয় দল ক্যচ ফেলার সংখ্যা উল্লেখয়োগ্য ভাবে কমাতে পারলেও এই ঝুঁকি না নেওয়ার মানসিকতা থেকেই হাফচান্স গুলিকে এখনও ক্যাচ পরিণত করার বিষয়ে পিছিয়ে আছেন। এই দিকটি পাল্টে দিতে চান ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ফিল্ডার।    

 

Share this article
click me!

Latest Videos

ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চলছে জোরকদমে! এবার Mithakhali-তে দেখা যাবে America-র নীলকন্ঠ মন্দির!
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News
শিলিগুড়িতে বিহারের দুই চাকরিপ্রার্থীকে হেনস্থা বাংলাপক্ষর, তীব্র প্রতিক্রিয়া দিলীপ-শমীকের
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
BJP LIVE: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী অভিযোগ, দেখুন সরাসরি