অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে নতুন ইতিহাস রচনা করেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দলের একের পর এক এক তারকা না থাকার পরও পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দলকে যেভাবে হারিয়েছে টিম ইন্ডিয়া তা বিশ্ব জুড়ে। এরইমধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুটি ম্যাচের দল ঘোষণা করেছে বিসিসিআই। আর এই উৎসবের আবহে ভারত-ইংল্যান্ড সিরিজের উত্তাপ বাড়ালেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক কেভিন পিটারসন।
৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজের পর পাঁচটি টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত-ইংল্যান্ড। প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সোশ্যাল মিডিয়ায় প্রথমে ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতার জন্য শুভচ্ছা জানান কেভিন পিটারসন। তিনি লেখেন,ঐতিহাসিক জয়ের মুহূর্তটা ভালভাবে উপভোগ করে নাও। একাধিক বাধা পেরিয়ে তোমাদের এই সিরিজ জয়।'
শুধু শুভেচ্ছা জানিয়েই খান্ত থাকেননি কেভিন পিটারসন। অস্ট্রেলিয়াকে হারালেও, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের আসল পরীক্ষা হবে বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ভারতীয় দলকে সতর্ক করে কেভিন পিটারসন লেখেন,'অস্ট্রেলিয়াকে হারালও ইংল্যান্ড কিন্তু আসল দল। কয়েক সপ্তাহ পরেই তোমাদের ওখানে আসছে। এবার নিজেদের ঘরের মাঠে ওদেরকে হারাতে হবে। সতর্ক থাক। সাবধানে থাক।'