IPL 2021, KKR vs DC- দিল্লি দলে বড় চমক, টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত কেকেআরের

Published : Oct 13, 2021, 07:16 PM ISTUpdated : Oct 13, 2021, 07:25 PM IST
IPL 2021, KKR vs DC- দিল্লি দলে বড় চমক, টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত কেকেআরের

সংক্ষিপ্ত

আজ আইপিএল ২০২১-এর (IPL 2021) তৃতীয় প্লে অফ (Play offs)। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ম্য়াচে জিতে ফাইনালে জেতে মরিয়া ইয়ন  মর্গ্যানের (Eoin Morgan) কেকেআর (KKR)ও ঋষভ পন্থের (Rishabh Pant)ডিসি (DC)। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত কেকেআরের।  

আইপিএল ২০২১-এর (IPL 2021)তৃতীয় প্লে অফে  (Play offs) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। শারজায়  ইয়ন মর্গ্যান (Eoin Morgan) ও ঋষ পন্থের (Rishabh Pant)দলের ডু অর ডাই ম্যাচ। একদিকে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)কাছে প্রথম প্লে অফ হারতে হয়েছে দিল্লিকে। অপরদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে (Royal Challengers Bangalore)হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর কেকেআর। আজ জিতে ফাইনালে উঠতে মরিয়ে দুই দল।

 

 

শারজার খেলা হলে টস খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দেখা যায়। কারণ শারজার স্লো উইকেটে টস ভাগ্য সাথ দেওয়াটা খুব দরকার। আর বড় ম্যাচে সেই ভাগ্য সাথ দিল কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের । শারজায় টস জিতল কেকআর। টস জিতে গত ম্যাচের মতই বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইয়ন মর্গ্যান। বিপক্ষকে কম রানে আটকে রেখে ও পরে ব্য়াটিংয়ের সময় ডিউ ফ্যাক্টরের সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত কেকেআর অধিনায়কের। আজকের ম্যাচে কলকাতার দলে কোনও পরিবর্তন হয়নি। তবে দিল্লি দলে রয়েছে চমক। চোট সারিয়ে দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

 

 

আজকের ম্য়াচে কেকেআরের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছেন শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়র, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় শাকিব আল হাসান। এছাড়া কেকেআরের দলে বোলিং লাইনে রয়েছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি, লকি ফার্গুসন। দিল্লি ক্যাপিটালস দলে ব্যাটিং লাইনআপে রয়েছেন, শিখর ধওয়ান, পৃথ্বি শ, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ (উইকেট রক্ষক ও অধিনাক), শিমরন হেটমায়ার। দলে অলরাউন্ডারের ভূমিকায় মার্কাস স্টয়নিস ও অক্ষর প্য়াটেল। বোলিং লাইনআপে রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান, আনরিখ নকিয়া।


PREV
click me!

Recommended Stories

Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর
Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?