
পয়লা মে রবিবার আইপিএল ২০২২-এর আরও একটি সুপার সানডে। দুটি মেগা ডুয়েলের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট প্রেমিরা। প্রথম ম্য়াচে দ্বিতীয় পর্বের সাক্ষাতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। শেষ তারের রাস্তা মসৃণ রাখতে হলে কেএল রাহুল ও ঋষভ পন্থের দলের কাছে আজকের ম্য়াচে জয় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দিল্লি কাছে চ্যালেঞ্জটা লখনউয়ের থেকেও বেশি। বর্তমানে ৮টি ম্য়াচের মধ্যে ৪টি জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ৮ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে। কেকেআরকে হারানোর পর লখনউয়ের বিরুদ্ধেও জয় পেতে মরিয়া ঋষভ পন্থের দল। অপরদিকে ৯টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। প্রথমপর্বের সাক্ষাতে জয় পেয়েছিল লখনউ। দ্বিতীয় পর্বেও দিল্লিকে হারিয়ে শেষ চারে যোগ্যতা অর্জনের আরও কাছে যাওয়াই লক্ষ্য কেএল রাহুলের দলের।
আত্মবিশ্বাসী লখনউ সুপার জায়ান্টস-
মরসুম যত এগোচ্ছে ততই আরও খেলা আরও খলছে লখনউ সুপার জায়ান্টসের। একের পর এক ম্যাচ জিতে বর্তমানে লিগ টেবিলে অনেকটাই সুবিধাজনক জায়গায় কেএল রাহুল, কুইন্টন ডিকক, ক্রুণাল পান্ডিয়ারা। ব্যাটিং-বোলিং সব বিভাগেই ভালো পারফর্ম করছে লখনউ। গত ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটিং বিভাগ ফেল করলেও, বোলারদের দৌলতে ১৫৩ রান ডিফেন্ড করেও ২০ রানে জয় পেয়েছে। ব্যাটিং লাইনআরে কেএল রাহুল, কুইন্টন ডিকক, দীপক হুডা, আয়ূশ বাদোনিরা ভালো ফর্মে রয়েছে। মরসুমে জোড়া সেঞ্চুরি হাকিয়েছেন কেএল রাহুল। তবে মার্কাস স্টয়নিসের অফ ফর্ম একটি চিন্তা বাড়িয়েছে দলের। বোলিং লাইনআপে ছন্দে রয়েছেন দুষ্মান্তা চামিরা, মহসিন খান, রবি বিষ্ণোই, ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডাররা। সব মিলিয়ে দিল্লির বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী লখনউ।
জয়ের ধারা বজায় রাখতে মরিয়া দিল্লি ক্যাপিটালস-
একটি ম্যাচে জয়, একটি ম্য়াচে হার। এটাই এবারের দিল্লি ক্যাপিটালসের চিত্র। ধারাবাহিকতার অভাবের কারণেই শেষ চারে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়েছে কোচ রিতকি পন্টিংয়ের দলের। শেষ ম্য়াচে কেকেআরকে হারানোর পর এবার টাননা দ্বিতীয় জয় পাওয়ার লক্ষ্যে ঝাঁপাতে চলেছে রাজধানীর দল। তবে এখনও বেশ কিছু সমস্যা রয়েছে। ব্যাটিং লাইনে ধারাবাহিকভাবে রানের মধ্যে নেই পৃথ্বি শ, ঋভষ পন্থ, মিচেল মার্শরা। ডেভিড ওয়র্নার, রভম্যান পাওয়াল, ললিত যাদবরা ছন্দে থাকায় কিছুটা স্বস্তিতে দিল্লি ম্যানেজমেন্ট। তবে বোলিং লাইনআপে ভালো ছন্দে রয়েছে মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, অক্ষর প্যাটেলরা। টানা দ্বিতীয় জয় পাওয়াই লক্ষ্য দিল্লি ক্যাপিটালস।
পিচ রিপোর্ট-
লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস ম্য়াচ হতে চলছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্য়াটসম্য়ানদের জন্য সহায়ক হলেও স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। হাইস্কোরিং খেলা হওয়ার সম্ভাবনাই এখানে বেশি। তবে রাতের খেলা না হওয়ায় শিশির সমস্যার বিষয়টি থাকছে না। চাই টস জিতে প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্তকেই সঠিক মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ম্য়াচ প্রেডিকশন-
কেএল রাহুল ও ঋষভ পন্থের দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে, যারা একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস দলের মধ্যে খুব একটা তফাৎ নেই। সাম্প্রতিক ফর্মের নিরিখে এগিয়ে লখনউ। আজকের ম্যাচে কেএল রাহুলের দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।