
বিরাট কোহলিকে (Virat Kohli) পিছনে ফেলে দিলেন মার্টিন গাপ্টিল (Martin Guptil)। বর্তমানে তিনিই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের (T20I) সর্বোচ্চ রান সংগ্রাহক। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি২০আই শুরুর আগে অভিজ্ঞ কিউই ওপেনার কোহলির থেকে মাত্র ১১ রান পিছনে ছিলেন। শুক্রবার, রাঁচিতে (Ranchi), ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে কিউইদের আগে ব্যাট করতে ডাকেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মার্টিন গাপ্টিল, ভুবনেশ্বর কুমারের প্রথম ওভার থেকেই ১৪ রান নেন আর পিছনে ফেলেন ছাপিয়ে যান বিরাট কোহলিকে।
জয়পুরে প্রথম টি২০আই ম্যাচে ৭০ রান করেছিলেন গাপ্টিল। এদিন করলেন ১৫ বলে ৩১। মেরেছেন ৩টি চার এবং ২টি বিশাল ছয়। দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। তবে পঞ্চম ওভারে দীপক চাহারের প্রথম বলে ছয় মারার পর, দ্বিতীয় বলে ফের ছয় মারতে যান। বলটি শর্ট করেছিলেন দীপক। উঁচু লেন্থে আসা বলে চালাতে গিয়ে বল তার ব্যাটের উপরের কানায় লাগল। উঁচুতে উঠে যাওয়া বল অনেকটা দৌড়ে ক্যাচ নেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ।
সব মিলিয়ে এই ইনিংসের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপ্টিলের রান দাঁড়ালো ৩২৪৮। বিরাট কোহলির টি২০আইতে মোট রান ৩২২৭। তিনি অবশ্য চলতি সিরিজে খেলছেন না। এই সিরিজ থেকেই টি২০আই ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। তিনি আছেন টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে। তাঁর মোট রান ৩০৮৬। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ আছেন চতুর্থ স্থানে, রান ২৬০৮। আর পঞ্চম স্থানে আছে পল স্টার্লিং, রান
২৫৭০।