MI vs LSG- মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস, দুই দলের শক্তি-দুর্বলতা ও রণনীতি, জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস (MI vs LSG)। একদিকে টানা সাত ম্যাচ হারের পর প্রথম জয়ের লক্ষ্যে নামছে রোহিত শর্মার দল। অপরদিকে,আরসিবির বিরুদ্ধে হারের পর জয়েক রাস্তায় ফিরতে মরিয়া কেএ রাহুলের দল। 
 

Web Desk - ANB | Published : Apr 24, 2022 8:39 AM IST / Updated: Apr 24 2022, 02:52 PM IST

আজ আইপিএলের সুপার সানডের ম্য়াচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সহ অধিনায়কের দ্বৈরথ আরও একবার দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। আইপিএল ২০২২-এ প্রথম পর্বের সাক্ষাতে রোহিত শর্মার দলকে ১৮ রানে হারিয়েছিল কেএল রাহুলের দল। তবে এবার আইপিএলে ৭টি ম্য়াচ খেলে ফেললেও এখনও পর্যন্ত প্রথম জয়ের স্বাদ পায়নি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। লিগ টেবিলের একেবারে শেষে মুম্বই ইন্ডিয়ান্স। অপরদিকে ৭টি ম্য়াচের মধ্যে চারটিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। একদিকে প্রথম জয় পেতে মরিয়া মুন্বই  ও অপরদিকে মুম্বইকে হারিয়ে লিগ টেবিলে উপরে উঠতে বদ্ধপরিকর লখনউ।

জয়ে ফেরাই লক্ষ্য লখনউ সুপার জায়ান্টসের-
সাতটির মধ্যে চারটি ম্যাচে জয় পেলেও ধারাবাহিকতার অভাব প্রধান সমস্যা রয়েছে লখনউসুপার জায়ানন্টসের। শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে আজ মুম্বই ম্যাচ জয় পেতে মরিয়া কেএল রাহুলের দল। লখনউ অধিনায়ক থেকে শুরু করে কুইন্টন ডিকক, মনীশ পাণ্ডে, দীপক হুডারা কোনও ম্যাচে রান পেয়েছেন তো কোনও ম্যাচে পাননি। মুম্বই ম্য়াচে রানে ফিরতে মরিয়া লখনউ ব্যাটিং লাইনআপ। বোলিংয়ের ক্ষেত্রেও সেই একই সমস্যা। তাই ছন্দে ফিরতে মরিয়া আভেশ খান, দুষ্মান্তা চামিরা, রি বিষ্ণোইরা। তবে জেসন হোল্ডার ও ক্রুণাল পাণ্ডিয়া বল হাতে দলকে ভরসা দিচ্ছেন। তবে মুম্বই ম্য়াচে ঘুড়ে দাঁড়িয়ে নিজেদের সেরাটা দিয়ে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী লখনউ সুপার জায়ান্টস।

এখনও প্রথম জয়ের খোঁজে মুম্বই ইন্ডিয়ান্স-
আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রতিযোগিতার প্রথম সাতটি ম্য়াচ হেরে লজ্জার রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ম্য়াচে মুম্বই জয়ের গ্রাস মুখের সামনে থেকে কেড়ে নিয়ে চলে গিয়ছিলেন এমএস ধোনি। টানা সাত হারের পর অনেকটাই বিপর্যস্ত পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এই পরিস্থিতিতে ঘুড়ে দাঁড়ানোর পথ খুঁজছে রোহিত শর্মার দল। ব্য়াটিং লাইনে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা ছাড়া আর  কোনও ব্যাটসম্যানই তাদের ফর্মের ধারেকাছে নেই। লখনউয়ের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া রোহিত শর্মা, ইশান কিশান, কায়রন পোলার্ডরা। বোলিং লাইনআপে গত ম্য়াচে ড্যানিয়াল সামস, জসপ্রীত বুমরা, জয়দেব রিলে মারডিথরা ভালো পারফর্ম করলেও রয়েছে ধারাবাহিকতার অভব। তবে সব ব্যর্থতাকে পেছনে ফেলে লখনউ ম্য়াচ থেকে জয়ে ফিরতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স।

পিচ রিপোর্ট-
মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ে পিচ ব্যাটিং সহায়ক। এখানে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যা ম্যাচে বড়  ভূমিকা নিয়ে থাকে। তাই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তই সঠিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

ম্যাচ প্রডেকিশন-
মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। যারা একার হাতেই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। তবে দুই দলের ব্য়াটি-বোলিং বিভাগের সামগ্রিক শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে বর্তমানে মুম্বইয়ের থেকে কিছুটা এগিয়ে লখনউ। সাম্প্রতিক ফর্মের নিরিখেও এগিয়ে কেএল রাহুলের দল। তাই আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও লখনউ সুপার জায়ান্টসের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
 

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

Rahul Dravid : 'আমি খুব ভাগ্যবান যে, এইরকম একটা দল পেয়েছি' বিশ্বকাপ জয়ের পর মুখ খুললেন রাহুল দ্রাবিড়
রাশিফল ১ জুলাই ২০২৪ : আজ কেমন কাটবে সারাদিন আপনার? দেখে নিন আজকের রাশিফল
Nadia News : পাচার হচ্ছিল রেশনের বস্তা বস্তা চাল! ধরা পড়তেই টাকা দিয়ে পালানর চেষ্টা, শেষে যা হল!
Bardhaman news: অঙ্গনওয়াড়িতে অন্নপ্রাশন, সুপুষ্টি দিবসে ধুমধাম করে ৫ শিশুর অন্নপ্রাশন
Daily Horoscope Live: ৩০ জুন রবিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা