আইপিএল ২০২২ (IPL 2022) মুম্বই ইন্ডয়ান্স বনাম রাজস্থান রয়্যালস (MI vs RR) ম্যাচ। প্রথমে ব্য়াট করে ১৯৩ রান করল সঞ্জু স্যামসনের দল। সেঞ্চুরি করলেন জস বাটলার। জবাবে ১৭০ রানে থামল রোহিত শর্মার দলের ইনিংস।
ফের ব্য়াটে-বলে দুরন্ত রাজস্থান রয়্যালস। আইপিএল ২০২২ জয়ের ধারা বজায় রাখল সঞ্জু স্যামসনের দল। পরপ দুটি ম্য়াচে জয় পেল রয়্যালসরা। অপরদিকে ঠিক উল্টো ছবি পরপর দুটি ম্যাচে হারের মুখ দেখতে হল ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সকে। রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৯৩ রান করে রয়্যালস। দলের হয়ে অনবদ্য শতরান করেন জস বাটলার। ১১টি চার ও ৫টি ছয়ে সাজানো তার ইনিংস। এছাড়াও ১৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন শিমরন হেটমায়ার। অধিনায়ক সঞ্জু স্যামসন করেন ৩০ রান। মুম্বইয়ের হয়ে সবথেকে সফল বোলার জসপ্রীত বুমরা। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। রান তাড়া করতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭০ রানে থামে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। তিলক ভার্মা ৬১ ও ইশান কিশান ৫৪ রানের ইনিংস খেললেও অন্যান্য ব্য়াটসম্য়ানদের ব্যর্থতায় আইপিএল ২০২২-এ প্রথম জয় এখনও অধরাই থেকে গেল রোহিত শর্মার দলের। রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন যুজবেন্দ্র চাহল।
এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থান রয়্যালসের। এক দিক থেকে জস বাটলার নিজের মারকাটারি ইনিংস চালিয়ে গেলেও অপরদিক থেকে প্রথম দুটি উইকেট তাড়াতাড়িই পড়ে যায়। ১ রান করে আউট হন যশশ্বী জয়সওয়াল ও ৭ রান করে আউট হন দেবদূত পাড়িকল। ৪৮ রানের মধ্যে ২ উইকেট পড়ে রাজস্থানের। এরপর অধিনায়ক সঞ্জু স্যামসন এসে জস বাটলারকে সঙ্গ দেন। এদিনের রাজস্থানের ব্য়াটিং মূলত ছিল বাটলার কেন্দ্রীক। সঞ্জু স্যামসনকে নিয়ে ৮০ রানের পার্টনারশিপ করেন তিনি। নিজের অর্ধশতরানও পূরণ করে ফেলেন তিনি। অপরদিকে রাজস্থান অধিনায়ক ব্যক্তিগত ৩০ রানে প্যাভেলিয়নে ফেরে। ১৩০ রানে তৃতীয় উইকেট পড়ে রাজস্থান রয়্যালসের। এরপর শিমরন হেটমায়ারের সঙ্গে ৫৩ রানর পার্টনারশিপ গড়েন বাটলার। নিজের শতরানও পূরণ করেন তিনি। ৩৫ রানে ঝোড়ো ইনিংস খেলে আউট হন হেটমায়ার। হেটমায়ার ফিরতেই ১ রানের মধ্যে আউট হন জস বাটলারও। ১০০ রান করেই আউট হন তিনি। ১৮৪ রানে পঞ্চম উইকেট পড়ে। এরপর অশ্বিন ক্রিজে ১ রান করেই রান আউট হয়ে যান। নবদীপ সাইনিও ২রান করে সাজঘরে ফেরেন। শেষ ২ ওভারে বুমরা ও মিলস আটসাটো বোলিং করে রাজস্থানকে ২০০ রানের আগেই আটকে দেয়। শেষ পর্যন্ত ১৯৩ রানে থামে রাজস্থানের ইনিংস।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সেরও। অধিনায়ক রোহিত শর্মা ১০ ও অনমলপ্রীত সিং ৫ রান করে প্য়াভেলিয়নে ফেরত যান। এরপর ইনিংসের রাশ ধরেন ইশান কিশান ও তিলক ভার্মা। দুজন মিলে অনবদ্য ইনিংস খেলেন। তারা যতক্ষণ ক্রিজে ছিল মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা জয়ের আশা দেখছিলেন। নিজের অর্ধশতরান পূরণ করেন ইশান কিশান ও তিল ভার্মা। ৮১ রানের পার্টনারশিপ করার পর জুটি ভাঙে। ৫৪ রান করে আউট হন ইশান কিশান। এরপর আর বেশি ক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি তিলক ভার্মাও। ৬১ রান করে আউট হন তিনি। এরপর একদিক থেকে কায়রন পোলার্ড দাঁড়িয়ে থাকলেও অপরদিক থেকে টিম ডেভিড ১, ড্যানিয়েল সামস ০, মুরগান অশ্বিন ৬ রান করে আউট হন। কায়রন পোলার্ড ক্রিজে থাকলেও সেরা ছন্দে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ২৪ বলে ২২ রান করে আউট হন তিনি। ৮ উইকেট হারিয়ে ১৭০ শেষ হয় মুম্বইয়ের ইনিংস। চাহলের ২ উইকেট ছাড়াও ২টি উইকেট নেন নবদীপ সাইনি, একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা ও রবিচন্দ্রন অশ্বিন।