রাজস্থান দলে একটি পরিবর্তন, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার

Published : Apr 02, 2022, 03:14 PM ISTUpdated : Apr 02, 2022, 03:25 PM IST
রাজস্থান দলে একটি পরিবর্তন, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) এ শনিবার প্রথম ম্য়াচে মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডয়ান্স ও রাজস্থান রয়্যালস (MI vs RR)। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে সঞ্জু স্যামসনের দল। অপরদিকে জয়ে ফিরতে মরিয়া রোহিত শর্মার। ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার।   

প্রথম ম্য়াচ না জিতলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। দুপুরের খেলা হলেও টস জেতার পর অন্য়ান্য সব দলের ম্য়াচের মতই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। দলের রণনীতি কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন রোহিত। রাজস্থান রয়্যালসের ব্য়াটিং লাইন খুবই শক্তিশালী। তাই টার্গেট দেখে রান তাড়া করার রণনীতি সাজাতেই রোহিত শর্মারা বোলিং করার সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সূর্যকুমার যাদব আজকের ম্য়াচেও নেই। চোট মুক্ত হওয়ার পর ফিটনেসের কারণেই হয়তো তাকে দলে রাখা হয়নি। গত ম্যাচের একাদশ নিয়েই নামছে মুম্বই। অপরদিকে, গত ম্য়াচের মতই টস হারলেও বড় টার্গেট সেট করে বিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য রাজস্থানের। সঞ্জু স্যামসনের দলে একটি পরিবর্তন হয়েছে। কুল্টারনাইলের বদলে নবদীপ সাইনিকে খেলাচ্ছে রাজস্থান রয়্যালস।

 

 

মুম্বই ইন্ডিয়ান্সের আজকের ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে রয়েছেন দলের দুই তারকা রোহিত শর্মা (অধিনায়ক) ও ইশান কিশানের (উইকেট রক্ষক)। এরপর মিডল অর্ডারের খেলছেন তরুণ ভারতীয় ব্য়াটসম্য়ান তিলক ভার্মা অনমলপ্রীত সিং। এরপর ব্যাটিং লাইনআপে খেলছেন টিম ডেভিডকে। দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলছেন কায়রন পোলার্ড, ও ড্যানিয়েল সামস। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে খেলছেন একমাত্র মুরগান অশ্বিন, পেস অ্যাটাকে  খেলছেন জসপ্রীত বুমরা, টাইমল মিলস ও বাসিল থাম্পি। 

 

 

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন যশশ্বী জয়সওয়াল, জস বাটলারের। রাজস্থানের মিডল অর্ডারে খেলছেন দেবদূত পাড়িকল, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), শিমরন হেটমায়ার। দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলছেন একমাত্র রিয়ান পরাগ। স্পিন অ্য়াটেকে দলকে ভরসা দেবেন দুই ভারতীয় তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। দলের পেস অ্য়াটাকে খেলছেন ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা ও প্রসিদ্ধ কৃষ্ণা।

প্রসঙ্গত,এবারের আইপিএলের শুরুটা ভালো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছিল রোহিত শর্মার দলকে। অপরদিকে, এবারের আইপিএলের অন্যতম সেরা শক্তিশালী দল কেন বলা হচ্ছে রাজস্থান রয়্যালসকে তা প্রথম ম্যাচেই প্রমাণ করে দিয়েছে সঞ্জু স্য়ামসনের দল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬১ রানের বিশাল জয় পেয়েছে রয়্যালস। এই পরিস্থিতিতে শনিবারের ম্যাচে একদিকে যেমন দলেক জয়ের সরণীতে রাখা লক্ষ্য সঞ্জু স্যামসনের, ঠিক অপরদিকে মরসুমের জয়ের খাতা খুলতে মরিয়া রোহিত শর্মার মুম্বই পল্টন। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত