টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত ধোনির, দেখুন দুই দলের প্রথম একাদশ

Published : Sep 19, 2020, 07:31 PM IST
টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত ধোনির, দেখুন দুই দলের প্রথম একাদশ

সংক্ষিপ্ত

অবশেষে প্রতীক্ষার অবসান শুরু হল আইপিএল ২০২০ প্রথমে টস জিতল এমএস ধোনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের  

অবশেষে প্রতীক্ষার অবসান। আইপিএল  ২০২০-তে প্রথম ম্যাচে টস হয়ে গিয়েছে ইতিমধ্যেই। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পিচে শুরুর দিকে বোলারদের জন্য কিছু সুবিধা থাকতে পারে। সেই কারণেই বোলিংয়ের সিদ্ধান্ত বলে জানান ধোনি। পরে ব্য়াটিংয়ের সময় শিশির সুবিধাও নিতে চান ধোনি। একইসঙ্গে টস নিয়ে খুব একটা চিন্তিত নন রোহিত শর্মা। তার দল পুরোপুরি তৈরি বলে জানান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

দুই দলই প্রথম একাদশে বেশ কিছু চমক রেখেছে।  মু্ম্বই দলে রয়েছেন কুইন্ট্যন ডি কক,রোহিত শর্মা,সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি,হার্দিক পান্ডিয়া,কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, জসপ্রাীতবুমরা, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, রাহুল চাহার।

চেন্নাই সুপার কিংস দলে রয়েছে , এমএস ধোনি, শেন ওয়াটসন , অম্বাতি রায়ডু, ফাফ ডুপ্লেসি, কেদার যাদব ,মুরলি বিজয়, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, দীপক চাহার, লুঙ্গি এনগিডি, পীযুষ চাওলা।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?