মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ মালিঙ্গা, ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় শ্রীলঙ্কান তারকার

  • আইপিওএল ২০২১-এর সব দলেই চলছে পরিবর্তন
  • মুম্বই ইন্ডিয়ান্সও ছেড়ে দিয়েছে লাসিথ মালিঙ্গাকে
  • তারপরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে থেকে অবসর ঘোষণা
  • মালিঙ্গার সিদ্ধান্তের কথা দানাল মুম্বই ইন্ডিয়ান্স দল

২০২১ আইপিএলের সব দলই তাদের একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে। নতুন তারকার খোজে ঝাপাচ্ছে সকলেই। আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দল, ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স তাদের ৭ জবন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। সেই তালিকায় রয়েছে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী লাসিথ মালিঙ্গাও। মুম্বই ইন্ডিয়ান্স থেকে বাদ পড়ের কিছুক্ষণের মধ্যেই ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন মালিঙ্গা। সেই কথা জানানো হয় মুম্বই ইন্ডিয়ান্সোর তরফে।

Latest Videos

২০১৯ সালের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন শ্রীলঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। করোনার কারণেই এই সিদ্ধান্ত বলে অনুমান করেন অনেকেই। এছাড়াও বয়সের ভারে ধারও অনেকটাই কমেছিল মালিঙ্গার। এবার নতুন মরসুম শুরুর আগে যে মালিঙ্গাতে রিলিজ দেওয়া হবে সেই আভাসও ছিল। বুধবার মুম্বই ইন্ডিয়ান্স দল বাদ পড়ার কিছুক্ষণের মধ্যেই দলের তরফে জানানো হয় লাসিথ মালিঙ্গার  ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় জানানোর কথা। মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা ঘোষণা করা হয়।

মুম্বইয়ের হয়ে আইপিএলে বহু ম্যাচে যুদ্ধের নায়ক তিনি।  ১২২টি ম্যাচে নিয়েছেন ১৭০টি উইকেট। মালিঙ্গার অবসরের বিজ্ঞপ্তিতে মুম্বই ইন্ডয়ান্সের তরফে বলা হয়,'মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ান্সের একজন কিংবদন্তি। মুম্বই ইন্ডিয়ান্সে ওর অবদান অপরিসীম। ওর জন্য ওয়াংখেড়ের চিত্কার মিস করব। তবে ও সর্বদা মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের হৃদয়ে থাকবে।'  মুম্বই ইন্ডিয়ান্সের একজন কিমবদন্তী ও ওয়াংখেড়ে তাকে নিস করবে বলেও জানানো হয়েছে দলের তরফে।

Share this article
click me!

Latest Videos

'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata