মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস, মেগা ম্যাচে এগিয়ে কোন দল, জানুন বিস্তারিত

আইপিএল ২০২২ (IPL 2022) এ শনিবার প্রথম ম্য়াচে মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডয়ান্স ও রাজস্থান রয়্যালস (MI vs RR)। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে সঞ্জু স্যামসনের দল। অপরদিকে জয়ে ফিরতে মরিয়া রোহিত শর্মার। 
 

শনিবার আইপিএলের আর একটি ডবল হেডারের দিন। প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ম্যাচে নামব গুজরাট টাইটানস  ও দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলের শুরুটা ভালো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন দলের। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছিল রোহিত শর্মার দলকে। অপরদিকে, এবারের আইপিএলের অন্যতম সেরা শক্তিশালী দল কেন বলা হচ্ছে রাজস্থান রয়্যালসকে তা প্রথম ম্যাচেই প্রমাণ করে দিয়েছে সঞ্জু স্য়ামসনের দল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬১ রানের বিশাল জয় পেয়েছে রয়্যালস। এই পরিস্থিতিতে শনিবারের ম্যাচে একদিকে যেমন দলেক জয়ের সরণীতে রাখা লক্ষ্য সঞ্জু স্যামসনের, ঠিক অপরদিকে মরসুমের জয়ের খাতা খুলতে মরিয়া রোহিত শর্মার মুম্বই পল্টন।

লক্ষ্য লাগাতার দ্বিতীয় জয়-
প্রথম ম্য়াচে ব্য়াটে-বলে সব বিভাগেই দুরন্ত পারফর্ম করেছে রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে সবথেকে সফল দলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী  রাজস্থান। তবে মুম্বইয়ের মত দলকে হাল্কাভাবে নিতে নারাজ সঞ্জু স্য়ামসনের দল। মুম্বই দলের ক্রিকেটারদের ভিডিও দেখে মজবুত ও দুর্বল জায়গা নিয়ে রণনীতি তৈরি করেছে রাজস্থান রয়্যালস। তবে নিজেদের দলের শক্তি উপরই বেশি ভরসা রাখছে রাজস্থান রয়্যালস শিবির। ব্য়াটিং লাইনআ শেষ ম্য়াচে জস বাটলার, সঞজু স্যামসন, দেবদূত পাড়িকল, শিমরন হেটমায়ার সকলেই রান পয়েছিলেন। বোলিংয়ে অনবদ্য পারফর্ম করেছিলেনম দলের তিন প্রধান বোলার ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কষ্ণা, যুজবেন্দ্র চাহলরা। ফলে টানা দ্বিতীয় জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রাজস্থান রয়্য়ালস।

Latest Videos

জয়ে ফিরতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স-
অপরদিকে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে ব্য়াট হাতে ১৭৭ রানের লড়াকু রান করেছিল। বোলাররাও শুরুটা ভালো করেছিল। কিন্তু শেষের দিকে ছন্দ হারায় দল। যার ফলে ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি। তবে ব্য়াটিং লাইন নিয়েও কিছুটা চিন্তা থাকছে মুম্বই ইন্ডিয়ান্সের। কারণ ইশান কিশানের ৮১ ও রোহিত শর্মার ৪১ রানের  ইনিংস ছাড়া কোনও ব্যাটসম্য়ান বড় রান করতে পারেনি। বোলিংয়ে একমাত্র মুরগান অশ্বিন ছাড়া বুমরা, সামস, থাম্পি সকলকেই তুলোধনা করেছিল দিল্লির ব্যাটসম্য়ানরা। তাই দ্বিতীয় ম্য়াচে নামার আগে অনুশীলনে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে ৫ বারের চ্যাম্পিয়নরা।  দ্বিতীয় ম্য়াচে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স।

পিচ রিপোর্ট- 
মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মাঠের পিচ ব্য়াটিংয়ের জন্য আদর্শ হলেও এই পিচ থেকে পেস বোলাররা কিছুটা সুবিধা পেতে পারে। কারণ এই উইকেটে অতিরিক্ত বাউন্স লক্ষ্য করা যায়। প্রথমে ব্য়াট করে এই মাঠে ১৬০ থেকে ১৭০ রান গড়ে হয়ে থাকে। যা লড়াই করার জন্য যথেষ্ট। তবে পিচের খুব পরিবর্তন হয় না দ্বিতীয় ইনিংসে। ফলে রান তাড়া করতেও খুব সমস্য়া হয় না। ডিউ সমস্য়ার বিষয়টি মাথায় রাখতে হবে দুই অধিনায়ককে।

ম্য়াচ প্রেডিকশন-
মুম্বই ইন্ডিয়ান্স দল ৫ বারের চ্যাম্পিয়ন হলেও এবারের দলে ভারসাম্যের অভাব রয়েছে। সূর্যকুমার যাদব ফিরলে ব্য়াটিং লাইনআপ শক্তিশালী হবে। তবে বোলিং নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে। অপরদিকে শক্তির বিচার করলে রাজস্থান রয়্যালস দল অনেকটাই এগিয়ে মুম্বইয়ের থেকে। তাই শনিবারের ম্য়াচে রাজস্থানকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury