T20 WC 2021, Ind vs Nz- ভারতীয় দলে ২ পরিবর্তন, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের

রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) সুপার সানডে (Super Sunday) । মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand) । প্রথম ম্যাচে দুই দলই হেরেছে পাকিস্তানের (Pakistan) কাছে।  আজতে জিততে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিউজিল্য়ান্ডের।

Asianet News Bangla | Published : Oct 31, 2021 2:01 PM IST / Updated: Oct 31 2021, 08:12 PM IST

পাকিস্তানের বিরুদ্ধে  প্রথম ম্যাচে হারতে হয়েছিল দুই দলকেই। আজ টি২০ বিশ্বকাপে কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচে আরও একবার বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসনের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি ট্রফিতে ভারতের পরিসংখ্যান কিন্তু কিছুটা চিন্তায় রেখেছে ভারতী সমর্থকদের। ২০০৩ সালের পর আইসিসি ট্রফিতে কিউদের বিরুদ্ধে জয় অধরা ভারতের। মোট ১০টি আইসিসি প্রতিযোগিতার সাক্ষাতে মাত্র ৩টি-তে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে পরিসংখ্যান নয়,আজকের ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরাট ব্রিগেড। লড়াই দিতে প্রস্তুত নিউজিল্যান্ডও।

আরব আমিরশাহির মাটিতে টি২০ বিশ্বকাপে টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে প্রতিটি ম্যাচে। প্রথম ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে টস ভাগ্য সাথ দেয়নি বিরাট কোহলির। এদিন নিউজিল্যান্ডের বিরদ্ধেও ঘটল সেই পুনরাবৃত্তি। টস জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি কিইউ অধিনায়ক। প্রতিপক্ষকে কম রানে আটকে রেখে সেই অনুযায়ী রান চেজের রণনীতি ঠিক করতেই এইসিদ্ধান্ত কেন উইলিয়ামসনের। একইসঙ্গে শিশিরের সুবিধা নেওয়ার বিষয়টিও রয়েছে। আজকের ম্যাচে ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। সূর্যকুমার যাদবের পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ ইশান কিশান। অপরদিকে, ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে ফিরেছেন শার্দুল ঠাকুর।

আজকের ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছেন রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ইশান কিশান, ঋষভ পন্থ। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদোজা। ভারতীয় দলের বোলিং লাইনআপে রয়েছেন শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী। অপরদিকে নিউজিল্যান্ড দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছেন মার্টিন গাপটিল, ডায়ার্ল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন জিমি নিশাম ও গ্লেন ফিলিপস। দলের বোলিং লাইনআপে রয়েছেন মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

Read more Articles on
Share this article
click me!