Ravi Shastri - লজ্জার হারের পর দলকে অন্তক্ষরী খেলিয়েছিলেন রবি, রাত ২টো অবধি গান গেয়েছিলেন ধোনি

Published : Nov 11, 2021, 08:53 PM IST
Ravi Shastri - লজ্জার হারের পর দলকে অন্তক্ষরী খেলিয়েছিলেন রবি, রাত ২টো অবধি গান গেয়েছিলেন ধোনি

সংক্ষিপ্ত

হারের পর টিম ইন্ডিয়াকে অন্তক্ষরী খেলিয়েছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। রাত দুটো অবধি গান গেয়েছিলেন এমএস ধোনি (MS Dhoni)।

নামিবিয়ার বিরুদ্ধে জয় দিয়ে সুপার ১২ পর্বেই টি২০ বিশ্বকাপ ২০২১ অভিযান শেষ করেছে ভারত। সেই সঙ্গে শেষ হয়েছে ভারতের প্রধান কোচ হিসাবে রবি শাস্ত্রীর মেয়াদ। কোচের পদে থাকাকালীন শাস্ত্রীকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। তবে, কোচ হিসাবে তাঁর সাফল্যকে কেউ অস্বীকার করতে পারবে না। আর যাঁরা তাঁকে কোচ হিসাবে তকাছ থেকে দেখেছেন, তাঁরা মনে করেন, কোচ হিসাবে তাঁর সবথেকে বড় শক্তি ছিল ম্যান ম্যানেজমেন্টের। তারই এক দারুণ ড্রেসিংরুমের গল্প সামনে এসেছে। যেখানে রাত ২টো পর্যন্ত পুরোনো দিনের হিন্দি গান গেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

ঘটনাটি ২০১৭ সালের ডিসেম্বরের। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ওডিআই ম্যাচে মাত্র ১১২ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় ব্য়াটাররা। ধর্মশালার সেই ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। ফলে খেলোয়াড়রা হতাশায় ডুবে গিয়েছিলেন, মেজাজ খারাপ ছিল গোটা দলের। টিম হোটেলে ফেরার পর শাস্ত্রী কড়া গলায় দলের সকলকে রাত ৮টায় বনফায়ারে যোগ দিতে নির্দেশ দিয়েছিলেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে সেইসময়ের টিম ইন্ডিয়ার ম্যানেজার সুনীল সুব্রমনিয়মকে উদ্ধৃত করে জানিয়েছে, শাস্ত্রি সেই রূপ দেখে দলের সদস্যরা বেশ ভয়ই পেয়ে গিয়েছিলেন। দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি সেই সিরিজে ছিলেন না। তার কয়েক সপ্তাহ আগেই তাঁর আর বলি অভিনেত্রী অনুষ্কা শর্মার বিবাহ হয়েছিল। তবে ছিলেন রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ানরা। তারপরও বলেছিল। সুরঙ্গা লাকমল, ধর্মশালার সিমারকে সহায়ক পিচে, উত্তর ভারতের ঠাণ্ডায় ভারতীয় টপ অর্ডারে ধস নামিয়েছিলেন। নিজের ১০ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। 

যাইহোক, দলের সবাই ভয়ে ভয়ে রাত ৮ টায় বনফায়ারে উপস্থিত হয়েছিলেন। সকলেই ভেবেছিলেন কোচ হয়তো খুব বকাবকি করবেন। কিন্তু, সেখানে যাওয়ার পর সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ, দলের প্রধান কোচ তাঁদের বলেছিলেন দলের সবাইকে অন্তক্ষরি খেলতে হবে। মুহূর্তে হালকা হয়ে গিয়েছিল পরিবেশ।

সুব্রামনিয়ম আরও জানিয়েছেন, ওই রাতে রাত ২ টো পর্যন্ত পুরনো হিন্দি গান গেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। যখন সকলে নিজ নিজ ঘরে ফিরেছিল, তখন আর হারের ক্ষত নেই মনে। সবার মনে আনন্দ। সবাই বুঝে গিয়েছিল সামনে কী করতে হবে। 

আর সেই অন্তক্ষরী খেলার ফল কী হয়েছিল? পরের ম্যাচেই মোহালিতে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল ভারত। রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি করেছিলেন। ১৫৩ বলে ২০৮ রান করে অপরাজিত ছিলেন। আর তারপর ভাইজাগে শেষ ম্যাচেও শ্রীলঙ্কাকে একতরফাভাবে ৮ উইকেটে হারিয়ে সিরিজ দখল করে। সুব্রামনিয়মের মতে, 'ম্যান ম্যানেজমেন্টে ভারতে শাস্ত্রীর থেকে ভাল কোচ কেউ নেই। তিনি জানেন কখন কোথায় ঠিক কী বলতে হবে'। 

ভারত রবি শাস্ত্রীর কোচিং-এ ৪৬ টি টেস্ট খেলে ২৮ টিতে জিতেছে (৬০.৮৭ %)। ওডিআই ম্যাচ খেলেছে ৯১টি, জিতেছে ৫৭ টিতে (৬২.৬৪ %)। দুবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে। ২০২০ সালের স্থগিত হয়ে যাওয়া পাঁচ ম্যাচের ইংল্যান্ড সিরিজেও ভারত ২-১ ব্যবধানে এগিয়ে আছে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টি২০আই সিরিজ জিতেছে। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে। তাঁর সময়েই দলে এসেছে ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুরের মতো তরুণ তারকারা। ভারতের পেস বিভাগেও বিপ্লব এসেছে।

অন্যদিকে, কোহলি-শাস্ত্রী জুটি ভারতকে একটিও আইসিসি ট্রফি দিতে পারেননি। দ্বিপাক্ষিক ক্রিকেটে সাফল্য পেলেও বহুদেশিয় টুর্নামেন্টে তা করে দেখাতে পারেনি। ২০১৬ টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আটকে গিয়েছিল ভারত। ২০১৯ সালের ৫০-ওভারের বিশ্বকাপেও দৌড় থেমেছিল সেমিফাইনালেই। চলতি বছরের শুরুতে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ সুপার ১২ পর্ব থেকেই বিদায় নিয়েছে ভারত।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা