T20 WC 2021- দল পৌছে গিয়েছে সেমিতে, এবার ব্য়াট হাতে অনবদ্য পারফরমেন্সের উপহার পেলেন বাবর আজম

টি২০ বিশ্বকাপে (T20 World Cup) দুরন্ত ফর্মে রয়েছে পাকিস্তান (Pakistan))। ব্য়াট হাতে অনবদ্য পারফর্ম করছেন অধিনায়ক বাবর আজম (Babar Azam)। ইতিমধ্যেই ৩টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। এবার আফসিসি টি২০ ব্যাটসম্য়ান (ICC T20 rankings ) ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠে এলেন বাবর আজম।
 

টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) দুরন্ত ফর্মে রয়েছে পাকিস্তান (Pakistan)দল। ইতিমধ্যেই ৪টির মধ্যে ৪টি ম্য়াচ জিতে সেমি ফাইনালের (Semi  Final) টিকিট পাকা করে ফেলেছে বাবার আজমের (Babar Azam) দল। বিশ্বকাপে ব্যাট হাতেও দুরন্ত ফর্মে  রয়েছেন পাক অধিনায়ক। ইতিমধ্যেই টি২০ বিশ্বকাপে তিনটি অর্ধশতরান করে অনন্য নজির করেছেন বাবর আজম। টি২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন বাবর। এবার ব্য়াট হাতে দুরন্ত পারফরমেন্সের জেরে হাতেনাতে পুরষ্কার পেলেন তিনি। আইসিসি টি২০ ক্রিকেটের ব়্যাঙ্কিংয়ে (ICC T20 rankings) বিশ্বের পয়লা নম্বর ব্যাটসম্য়ান হলেন বাবর আজম।

Latest Videos

একদিনের ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ে আগেই শীর্ষে স্থান দখল করেছিলেন  বাবর আজম।  এবার টি২০-তেও শীর্ষস্থান দখল করলেন পাকঅধিনায়ক। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৯৮ রান করেছেন তিনি। গড় ৬৬। স্ট্রাইক রেট ১২৪.৫২। গত সপ্তাহে দু’নম্বরে ছিলেন তিনি। কিন্তু আফগানিস্তান এবং নামিবিয়ার বিরুদ্ধে অর্ধশতরানের কারণে ১৪ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে এলেন তিনি। ৮৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে  স্থানে বাবর আজম। টি২০ বিশ্বকাপের মাঝেই এমন সুখবরপেয়ে খুশি পাকিস্তান অধিনায়ক। শুভেচ্ছাও জানিয়েছেন সতীর্থ থেকে তার সমর্থকরা। তবে দশকে টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করাই প্রাথমিক লক্ষ্য বাবর আজমের।

ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে  রয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্য়ান ডেভিড মালান। তার পয়েন্ট ৭৯৮। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার পয়েন্ট ৭৩৩। চতুর্থ স্থানে রয়েছেন  আরও এক পাকিস্তানের ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। তার পয়েন্ট ৭৩১। প্রথম দশে রয়েছেন ভারতের দুই  জন ব্য়াটসম্যান। পঞ্চম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৭১৪ পয়েন্ট ভারত অধিনায়কের। ৬৭৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন লোকেশ রাহুল। প্রসঙ্গত, এর আগে ওডিআই ব়্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে সিংহাসনচ্যুত করে শীর্ষস্থান দখল করেছিলেন বাবর আজম। এবার টি২০ ক্রিকেটেও সিংহাসনে পাক অধিনায়ক।


Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee