IPL 2021, CSK vs DC, ধোনির অভিজ্ঞতা না পন্থের তারুণ্য, প্রথম প্লে অফে বাজিমাত করবে কোন দল

আইপিএল ২০২১-এর (IPL 2021) প্রথম প্লে অফ। দুবাইতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ম্য়াচ জিতে সরাসরি ফাইনালে উঠতে মরিয়া এমএস ধোনি (MS Dhoni)ও ঋষভ পন্থের (Rishabh Pant)দল।

রবিবার আইপিএল ২০২১-এর (IPL 2021) প্রথম প্লে অফ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে লিগ টেবিলের শীর্ষে থাকা দুই দল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। লিগ টেবিলে ১৪ ম্যাচে ১০টি জয়ের সৌজন্যে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান অধিকার করে ঋষভ পন্থের (Rishabh Pant)দল। অপরদিকে ১৪ ম্য়াচে ৯টি জয়ের সৌজন্যে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল এমএস ধোনির (MS Dhoni)দল। তবে দুই দলেরই লিগ গ্রুপের শেষটা খুব একটা সুখের হয়নি। শেষ তিনটি ম্যাচ পরপর হেরে আত্মবিশ্বাস অনেকটাই ধাক্কা খেয়েছে সিএসকের। অন্যদিকে, শেষ ম্য়াচে আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হারতে হয়েছে ডিসিকে। তবে প্রথম প্লে অফ জিতে সরাসরি ফাইনালে উঠতে মরিয়া দুই দল।

টানা দ্বিতীয়বার ফাইনালের লক্ষ্যে দিল্লি-
১৪  বছরের ইতিহাসে এখনও পর্যন্ত যে সকল দলের আইপিএল ট্রফি অধরা রয়ে গিয়েছে তাদের মধ্যে দিল্লি অন্যতম। গতবার এই মরুদেশেই ফাইনালে উঠলেও মুম্বইয়ের কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। এবারও নিজেদের ফর্ম ধরে রেখেছে কোচ রিকি পন্টিংয়ের দল। তবে এবার আর এত কাছে এসে ট্রফি হাতছাড়া করতে নারাজ রাজধানীর দল। তাই আরসিবি ম্য়াচের যাবতীয ভুল ত্রুটি শুধরে নিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন শিখর ধওয়ান, পৃথ্বি শ, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ , শিমরন হেটমায়াররা। দিল্লির  বোলিং বিভাগও যথেষ্ট আত্মবিশ্বাসী। আগুন ঝরাতে প্রস্তুত কাগিসো রাবাডা, আনরিখ নোকিয়া, আবেশ খানরা। স্পিন বিভাগেও প্রস্তুত অশ্বিব, অক্ষর প্যাটেলরা।

Latest Videos

জয়ে ফিরে ফাইনালের টিকিট পাকা করতে মরিয়া সিএসকে-
প্রতিযোগিতার শুরু থেকে দুরন্ত ছন্দে পাওয়া গিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু লিগ রাউন্ডে শেষ ৩ ম্য়াচে টানা হার কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে এমএস ধোনির দলকে। তারউপর লিগের দুই পর্বেই দিল্লির কাছেও হারতে হয়েছে চেন্নাইকে। তবে প্লে অফে ফের ছন্দে ফিরতে মরিয়া ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলই শক্তি ধোনির দলের। ব্যাটিং লাইনআপে ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি , মঈন আলি, অম্বাততি রায়ডু, রবীন্দ্র জাদেজারা আরও একবার নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।  বোলিংয়েও প্রস্তুত জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ব্রাভো, হ্য়াজেল উডরা। ধোনির ব্য়াটেও পুরোনো ঝলক দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

ম্য়াচ প্রেডিকশন-
এবারেরআইপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত একই ফর্ম ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে, শেষের দিকে এসে কিছুটা ছন্দ হারিয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে অফের আগে তাই আত্মবিশ্বাসের দিক থেকে কিছুটা এগিয়ে দিল্লি। দুই দলের শক্তি ও ভারসাম্যের বিচার করলেও এগিয়ে রাখতেই হচ্ছে ঋষভ পন্থের দলকে। তবে বড় ম্য়াচে ধোনির মস্তিষ্ক সিএসকে-কে ফের একবার উতরে দিতে পারে কিনা সেই দিকেও নজর রাখতেই হচ্ছে। তবে ,সব দিক বিচার করে দিল্লিকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |