পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন এক ঝলকে

আজ আইপিএলে মাঠে নামছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। প্রতিপক্ষ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। জয় দিয়ে মরুদেশে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব শুরু করতে মরিয়া দুই দল।
 

আজ আইপিএল ২০২১-এর (IPL 2021) মেগা ফাইটে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস (Punjab Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বিগত আইপিএলের (IPL) বেশ কয়েকটি ম্যাচে এই দুই দল যতবারই মুখোমুখি হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেয়েছে ক্রিকেট বিশ্ব। আজও আরও একটি রুদ্ধশ্বাস লড়ই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। প্লে অফে যেতে গেলে দুই দলের পক্ষেই রাস্তা খব একটা সহজ নয়। তাই আজকরে ম্যাচ জিততে মরিয়া দুই অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)।

আজকের ম্যাচে দুই দলের একদশ কী হতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। বিশেষ করে রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে। কারণ একাধিক তারকা প্লেয়ারকে মরুদেশে পাচ্ছে না রয়্যালসরা। সেই তালিকায় বেন স্টোকস, জস বাটলার ও জোফ্রা আর্চারদের মতো তারকা। তাদের পরিবর্তে একাধিক প্লেয়ার দলে নিয়ে রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচে রাজস্থানের ব্যাটিং লাইনে থাকতে চলেছে, যশশ্বী জয়সওয়াল, লিয়াম লিভিংস্টোন, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিবম দুবে, ডেভিড মিলার/ মনন ভোরা। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন ক্রিস মরিস ও রাহুল তেওয়াটিয়া। বোলিং লাইনে থাকছেন চেতন সাকারিয়া, জয়দেব উনাদকাট/মুস্তাফিজুর রহমান, তবরেইজ সামসী।

Latest Videos

অপরদিকে, একাধিক বিদেশী প্লেয়ারকে পাচ্ছে না পঞ্জাব কিংসও। সেই তালিকায় রয়েছে ঝাই রিচার্ডসন, রিলে মারডিথ,ডেভিড মালানদের মত তারকারা। তাদের পরিবর্তে অন্য প্লেয়ার নিয়েছে প্রীতি জিন্টার দল। আজ রাজস্থানের বিরুদ্ধে পঞ্জাব দলের ব্যাটিং লাইনআপে জায়গা পেতে পারেন,কেএল রাহুল (অধিনায়ক ও উইকেট রক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরাণ, দীপক হুডা। এছাড়া অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন মোসেস হেনরিকস, হরপ্রীত ব্রার। বোলিং লাইনআপে থাকছেন আদিল রাশিদ, মহম্মদ শামি, মুরগান অশ্বিন/রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।

প্রসঙ্গত আইপিএলের প্রথম পর্বে আটটি ম্য়াচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। অপরদিকে ৭টি ম্য়াচ খেলে ৩টিতে জয় পেয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ফলে শেষ চারের আশা জিইয়ে রাখতে গেলে আজকের ম্য়াচে জয় দরকার দুই দলেরই।

Share this article
click me!

Latest Videos

সতর্ক থাকুন, আজ এই ৪ রাশির দিনটা ভালো কাটবে না! দেখুন আজকের রাশিফল | Rashifal Today | Horoscope
'মমতা যতদিন থাকবে, ধপধপ করে আরও বাড়ি পড়ে যাবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Baghajatin
১৯৭১ সাল থেকে আর দেখা যায়নি | Socorro Doves | London Zoo | Doves
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral
'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন Suvendu Adhikari