IPL 2021, KKR vs RC, টস ভাগ্য সাথ দিল না কেকেআরের, ব্য়াটিংয়ের সিদ্ধান্ত আরসিবির

Published : Oct 11, 2021, 07:15 PM ISTUpdated : Oct 11, 2021, 07:31 PM IST
IPL 2021, KKR vs RC, টস ভাগ্য সাথ দিল না কেকেআরের, ব্য়াটিংয়ের সিদ্ধান্ত আরসিবির

সংক্ষিপ্ত

আজ আইপিএল ২০২১-এর (IPL 2021) দ্বিতীয় প্লে অফ। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। কেকেআর (KKR) ও আরসিবির (RCB)দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। ম্য়াচ জিতে দিল্লির মুখোমুখি হওয়াই প্রাথমিক লক্ষ্য ইয়ন মর্গ্যান (Eoin Morgan) ও বিরাট কোহলির (Virat Kohli) দলের।  ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আরসিবির।

আইপিএলের (IPL 2021) দ্বিতীয় প্লে অফে শারজায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ইতিমধ্যে প্রথম প্লে অফে দিল্লিকে হারিয়ে ফাইনালে পৌছেছে চেন্নাই। লিগের খেলায় ১৪ ম্য়াচে ৯টি জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে অফে পৌছেছে বিরাট কোহলির (Virat Kohli) দল। অপরদিকে ১৪ ম্য়াচে ৭টি জয় পেয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ হিসেবে শেষ চারে পৌছেছে ইয়ন মর্গ্যানের (Eoin Morgan)দল। আজ শারজায় ম্য়াচ জিতে আইপিএল ফাইনালের দিকে আরও এক পা এগোতে মরিয়া দুই দল।

শারজায় খেলা হওয়ায় পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আজকের ম্য়াচে। কারণ ২০২০ সালের তুলনায় ২০২১ সালে শারজার পিচ অনেক মন্থর গতির ও স্পিন সহায়ক। রান করতে যথেষ্ট কসরত করতে হচ্ছে ব্য়াটসম্যনদের। কিন্তু বড় ম্যাচে এদিন টস ভাগ্য সাথ দেয়নি কলকাতা নাইট রাইডার্সের। এদিন টস জেতেন রয়্যাল চ্যালঞ্জার্স ব্য়াঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরসিবি। শারজার মাঠে মন্থর গতিতে বড় রান করে বিপক্ষকে চাপে রাখতেই এমন সিদ্ধান্ত বিরাট কোহলির। এদিন আরসিবি ও কেকেআর দুই দলেই কোনও পরিবর্তন হয়নি।

 

 

আজ কেকেআরের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছেন শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়র, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় শাকিব আল হাসান। এছাড়া কেকেআরের দলে বোলিং লাইনে রয়েছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি, লকি ফার্গুসন।

 

 

অপরদিকে কেকেআরের বিরুদ্ধে আজকের ম্য়াচে আরসিবি দলের ব্যাটিং লাইনআপে রয়েছেন বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, এসকে ভরত (উইকেটরক্ষক), এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়াও অলরাউন্ডারের ভূমিকায় থাকতে পারেন ড্যান ক্রিস্টিয়ান, শাহবাজ আহমেদ। দলে বোলিং লাইনে থাকছেন জর্জ গার্টন, হার্শল প্য়াটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহল।

PREV
click me!

Recommended Stories

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫: পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে দ্বিতীয় জয় ভারতের
India vs South Africa 3rd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন রেকর্ডের হাতছানি পান্ডিয়ার সামনে?