আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (RCB vs GT)। একদিকে জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী হার্দিক পান্ডিয়া দল। অপরদিকে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ফাফ ডুপ্লেসির দল।
বৃহস্পিবার আইপিএল ২০২২-এ আরও একটি মেগা ম্য়াচ। লিগ টপার গুজরাট টাইটানসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইতিমধ্যেই প্লে অফে জায়গা পাকা করে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। ১৩ ম্য়াচে ১০টি জয়, ৩টি হার, ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে গুজরাট। আজকের ম্যাচ গুজরাটের কাছে নিয়মরক্ষার। কারণ শীর্ষে থেকেই গ্রুপর পর্ব শেষ করবে গুজরাট তা পাকা। তবে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য। অপরদিকে আরসিবির কাছে এই ম্যাচ কার্যত ডু অর ডাই। ১৩ ম্য়াচে ৭টি জয়, ৬টি হার, ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ফাফ ডুপ্লেসির দল। আজকের ম্য়াচ জেতার পাশাপাশি আরসিবিকে তাকিয়ে থাকতে হবে দিল্লি ম্য়াচের ফলাফলের দিকে।
আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস-
পঞ্জাব ও মুম্বইয়ের বিরুদ্ধে পরপর দুটি ম্য়াচে হার প্লে অফের টিকিট পাকা করা একটু দীর্ঘায়িত করেছিল গুজরাট টাইটানসের। কিন্তু শেষ দুটি ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে উঠে গিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। ব্যাটিং লাইনআপে শুবমান গিল রানে ফেরায় স্বস্তি ফিরেছে গুজরাট শিবিরে। এছাড়া ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়ারাও ফর্মে রয়েছেন। আজ আরসিবির বিরুদ্ধ আরও একবার নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য গুজরাটের। বোলিং লাইনেও দারুণ ছন্দে রয়েছেন মহম্মদ শামি, রাশিদ খান, যশ দয়াল,আলজারি জোসেফরা। সবমিলিয়ে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্য়াচ জয়েরর বিষয়ে আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস।
জয় পেতে মরিয়া আরসিবি-
শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৪ রানের বড় ব্যবধানে হার প্লে অফে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। আজকের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে জয় ছাড়া কোনও গতি নেই ফাফ ডুপ্লেসির দলের। গত ম্যাচে ব্য়র্থ হয়েছিল ব্য়াটিং লাইন। কবে ডু অর ডাই ম্য়াচে রানে ফিরতে মরিয়া বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, রজত পাতিদার, মাহিপাল লোমর, দীনেশ কার্তিকরা। গ্লেন ম্য়াক্সওয়েল গত ম্যাচে রান পেয়েছিলেন। বোলিং লাইনআপে ওয়ানিন্দু হাসরঙ্গা,হার্শল প্য়াটেল, জস হ্য়াজেলউডরাও ছন্দে রয়েছে। মেগা ম্য়াচে নামার আগে অনুশীলনে বাড়তি সময় দিয়েছে আরসিবির শিবির। আজকের ম্য়াচে যেনতেন প্রকারে জয় চাইছে আরসিবি।
পিচ রিপোর্ট-
গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানকার পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। রাতের খেলা হওয়ায় শিশির সমস্য়ার বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় শিশিরের একটা বড় ভূমিকা থাকবে। ফলে রান চেজ করা সময় উইকেট ব্যাটসম্য়ানদের আরও সহায়ক হয়ে উঠবে। সমস্যা হবে বোলারদের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে।
ম্য়াচ প্রেডিকশন-
ফাফ ডুপ্লেসি ও হার্দিক পান্ডিয়ার দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে খুব একটা তফাৎ নেই দুই দলের। দুই দলের সাম্প্রতিক ফর্মের বিচার করলে অনেকটা এগিয়ে গুজরাট। তবে আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। রাতের খেলায় টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদেরই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃযেমন হট তেমন সেক্সি, চিনে নিন লখনউ সুপার জায়ান্টস ক্রিকেটারদের বউ ও বান্ধবীদের