আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে রবিবার মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ (RCB vs SRH)। শেষ চারে ওঠার লড়াইয়ে থাকতে জয় পেতে মরিয়া ফাফ ডুপ্লেসি ও কেন উইলিয়ামসনের দল।
আজ আইপিএল ২০২২-এর আরও একটি সুপার সানডে। দুটি মেগা ম্যাচের সাক্ষী থাকে চলেছে ক্রিকেট প্রেমিরা। প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলের প্রথম পর্বের সাক্ষাতে জয়ের স্বাদ পেয়েছিল কেন উইলিয়ামসনের দল। কিন্তু টানা ৫ ম্য়াচে জয়ের পর ফের শেষ ৩ ম্য়াচে হারের মুখ দেখতে হয়েছ হায়দরাবাদকে। লিগ টেবিলের প্রথম চার থেকেও নেমে গিয়েছে অরেঞ্জ আর্মি। বর্তমানে ১০ ম্য়াচে ৫টি জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে হারের হ্যাটট্রিক করার পরার শেষ ম্য়াচে সিএসকের বিরুদ্ধে জয়ে ফিরেছে ফাফ ডুপ্লোসির দব। লিগ টেবিলে ১১ ম্য়াচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আরসিবি। প্রথম পর্বের হারের বদলা নেয়ার ম্য়াচ রয়্যাল চ্যালেঞ্জার্সদের কাছে। শেষ চারে ওঠার পথ মসৃণ রাখতে হলে আজকের ম্যাচ থেকে জয় দরকার দুই দলের।
আত্মবিশ্বাসী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-
টানা তিন ম্য়াচ হারের পর সিএসকের বিরুদ্ধে জয়ে ফিরে কিছুটা স্বস্তি ফিরেছে আরসিবি শিবিরে। তবে এখনও একাধিক সমস্যা রয়েছে ফাফ ডুপ্লেসির দলে। স্বয়ং অধিনায়ক সহ বিরাট কোহলি, গ্লেন ম্য়াক্সওয়েলরা ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। তবে গত ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বর্তমান ও প্রাক্তন অধিনায়ক। এছাড়া মাহিপাল লোমর, রজত পাতিদার রান করছেন। দীনেশ কার্তিক ও শাহবাজ আহমেদ প্রতিযোগিতা ফর্মে রয়েছেন। বোলিং বিভাগে জস হ্য়াজেলউড, ওয়ানিন্দু হাসরঙ্গা, হার্শল প্য়াটেলরা। শাহবাজ আহমেদ, গ্লেন ম্য়াক্সওয়েলরা ব্য়াটিংয়ের পাশাপাশি বল হাতে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে দ্বিতীয় লেগের খেলায় সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী আরসিবি।
জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ-
মরসুমের প্রথম দুটি ম্যাচে হার। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে টানা ৫ ম্যাচে জয়। কিন্তু ফের ছন্দ পতন সানরাইজার্স হায়দরাবাদের। শেষ ৩টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে কেন উইলিয়ামসনের দলকে। তবে গুজরাট, সিএসকে, দিল্লির বিরুদ্ধে ম্যাচে লড়াই করে হার স্বীকার করেছে অরেঞ্জ আর্মি। সেই হার থেকেই শিক্ষা নিয়ে আজ আরসিবির বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স। ব্যাটিং লাইনআপে অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, আইডেন মার্করাম, নিকোলাস পুরানদের ফর্ম ভরসা দিচ্ছে দলকে। অপরদিকে, কিছুটা ধারাবাহিকতার অভাব থাকলেও বোলিং লাইনআপে ভুবনেশ্বর কুমার, উমরান মালিকরা দলকে ভরসা দিচ্ছেন। শেষ চারের ওঠার লড়াই থাকতে আজকের ম্য়াচে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স।
পিচ রিপোর্ট-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ের পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। দুপুরের খেলা হওয়ায় ডিউ সমস্যা থাকবে না। তাই টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তকেই সঠিক মনে করা হচ্ছে।
ম্য়াচ প্রেডিকশন-
ফাফ ডুপ্লেসি ও কেন উইলিয়ামসনের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতে ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে কিছুটা এগিয়ে রয়েছে আরসিব। সাম্প্রিত ফর্মের নিরিখে দুই দল প্রায় একই জায়গায় রয়েছেষ তাই আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদেরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃম্যাচের আগের রাতে কতবার সেক্স করেন ডেভিড ওয়ার্নার, জবাব দিয়েছিলেন অজি তারকার বউ