সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট

প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন সুরসম্রাজ্ঞী। কিংবদন্তীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোক জ্ঞানপন করল সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে বিরাট কোহলিরা (Virat Kohli)।
 

প্রয়াত  'সুর সম্রাজ্ঞী' কিংবদন্তী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Passes Away)। কোভিডে আক্রান্ত (Coronavirus) হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবতিপর শিল্পী। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। মাঝে শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতিতে আশার আলো দেখেছিলেন  সকলেই। ফের সুস্থ হয়ে উঠবেন  'নাইটঅ্যাঙ্গেল' (Nighangle)সেই স কামনাও ছিল ১৩০ কোটির দেশের। কিন্তু শনিবার রাত থেকে ফের অবস্থার অবনতি হতে থাকে লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar)। অবশেষে রবিবার ৯২  বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ হল ২৭ দিনের লড়াই। রয়ে গেল তাঁর ৩০ হাজারের বেশি গান। 

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া জগৎও। ক্রিকেট ভক্ত ছিলেন কিংবদবন্তী সঙ্গীত শিল্পী। সচিন তেন্ডুলকরের (Sachin tendulkar) সঙ্গে লতা মঙ্গেশকরের সু সম্পর্কের কথা আমাদের সকলের জানা। সুরসম্রাজ্ঞাকে 'মা' বলে ডেকেছিলেন মাস্টার ব্লাস্টার। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সচিন তেন্ডুলকর। সোশ্য়াল মিডিয়ায় শেষ শ্রদ্ধায় (Tribute to lata mangeshkar) সচিন লেখেন,'আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে লতা দিদির জীবনের একটি অংশ হতে পেরেছি। তিনি সর্বদা আমাকে তার ভালবাসা এবং আশীর্বাদ দিয়েছিলেন। তার প্রয়াণে, আমার একটি অংশও হারিয়ে গেছে বলে মনে হয়। তাঁর সঙ্গীত আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।'

Latest Videos

 

 

শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইটে লিখেছেন, ‘লতাজির মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। তাঁর সুরেলা গান সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে স্পর্শ করেছিল। আপনার অসাধারণ সব গান এবং স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ. পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

 

 

বিসিসিআইয়ের তরফে শোক বার্তায় জানানো হয় 'ভারতরত্ন শ্রীমতী লতা মঙ্গেশকর'জির প্রয়াণে গোটা দেশ আজ শোকস্তব্ধ। সেই তালিকায় BCCI-ও যোগ দিল। বিগত কয়েক দশক ধরে কুইন অফ মেলোডি গোটা দেশকে মুগ্ধ করে এসেছে। উনি ক্রিকেট খেলা খুব ভালোবাসতেন এবং নিয়মিত ফলো করতেন। ভারতীয় ক্রিকেট দলেরও একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। সঙ্গীতের মাধ্যমে উনি একটি সচেতনতা তৈরি করতেও সাহায্য করেছিলেন।'

 

 

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান নিজেরে ট্যুইটার পেজে লিখেছেন,'আপনার সঙ্গীত আমাদের আত্মাকে স্পর্শ করে, আমাদের মুখে হাসি এনে দেয়। আপনার আত্মার শান্তি কামনা করি লতাজি। আপনার সঙ্গীত পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা।'

 

 

টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়ক অজিঙ্কে রাহানে লিখছেন,'লতা মঙ্গেশকরের মৃত্যুতে আজ নাইটিঙ্গেল-কে হারাল দেশ। এই কঠিন সময়ে লতাদিদির পরিবারের জন্য প্রার্থনা জানাই। ওম শান্তি।'

 

 

আরও এক প্রাক্তন ভারত অধিনায়রক তথা প্রাক্তন ভারত কোচ অনিল কুম্বলে লেখেন,'লতা মঙ্গেশকরের মৃত্যুতে সমবেদনা জানাই। তাঁর কণ্ঠ অনুপ্রেরণা জোগাবে।'

 

 

প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র সহবাগ লেখেন,'ভারতের নাইটিঙ্গেল, যাঁর গলা যা গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের আনন্দ ও সুখের কারণ, তিনি চলে গেলেন। তাঁর পরিবার ও ভক্তদের সমবেদনা জানাই। ওম শান্তি।'

 

 

আরও এক প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বলেন,'কিংবদন্তিরা চিরকাল বেঁচে থাকেন। কেউই ওঁর মতো হতে পারবেন না।'

 

 

প্রাক্তন ভারতীয় স্পিনার লহরভজন সিং লেখেন,'লতাজির মৃত্যুর খবর শুনে খুব শোকাহত। আপনার কণ্ঠ সবসময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। আপনাকে কোটি প্রণাম।' 

 

 

ভিভিএস লক্ষ্মণ বলেন,'ভারতরত্ন  লতামঙ্গেশকর দিদির মৃত্যুর খবর বেদনাদায়ক। তার কণ্ঠ ও সুর অমর হয়ে থাকবে। তার পরিবার, বন্ধুবান্ধব এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তের প্রতি সমবেদনা।'

 

 

ভেঙ্কটেশ প্রসাদ জানান,'আর কোনো লতা দিদি হবে না। ভারতের নাইটঅ্যাঙ্গেল এবং রত্ন হিসাবে একটি যুগের সমাপ্তি, ভারতরত্ন লতামঙ্গেশকরজি তার নশ্বর দেহ ছেড়ে চলে গেলেন, কিন্তু তিনি তার আলোড়নকারী সঙ্গীতের মাধ্যমে আগামী প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবেন। তার আত্মা সদগতি লাভ করুক।'

 

 

হাসপাতাল থেকে লতা মঙ্গেশকরের দেহ পৌছয় তাঁর বাড়ি 'প্রভুকুঞ্জে'। সেখান থেকে বিকেলে শুরু হয় শেষ যাত্রা। সন্ধ্যায় শিবাজী পার্কের হয় শেষ কৃত্য (Lata Mangeshkar cremation)। সেখানে সুরসম্রা জ্ঞীকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর সহ অন্যান্যরা। শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় দেওয়া হয় লতা মঙ্গেশকরকে (RIP lata mangeshkar)। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury