ভারতীয় মহিলা দলের হাতেই বিশ্বকাপ দেখতে চান, জানালেন সচিন

• গ্রূপ শীর্ষে থাকায় ইংল্যান্ডের বদলে ফাইনালে পৌঁছেছে ভারত
• রবিবার প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নামতে চলেছে ভারতীয় মহিলা দল
• সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত
• ভারতের হাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শোভা পাক, চাইছেন সচিন

আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে অজিরা। শেষ চারের লড়াইয়ে ডাকওয়ার্থ লুইস নিয়মে অস্ট্রেলিয়া ৫ রানে হারিয়েছে প্রোটিয়াবাহিনীকে। এর আগে এসসিজিতে দুর্ভাগ্যজনক ভাবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। কোনও রিসার্ভ ডে-ও বরাদ্দ ছিল না ম্যাচগুলির জন্য। ফলে নিয়মানুযায়ী নিজেদের গ্রূপে শীর্ষে থাকায় ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দলই।

এর আগে কোনোদিন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারত। পুনম যাদব, শেফালি ভার্মাদের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে এবং কিছুটা ভাগ্যের সহায়তায় শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছতে পেরেছে ভারত। উল্টোদিকে রয়েছে গতবারের টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। নিঃসন্দেহে সামনে কঠিন পরীক্ষা। কিন্তু ভারতকে স্বস্তি দেবে একটি ব্যাপার। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এই অস্ট্রেলিয়াকে একপেশে ভাবে হারিয়েই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। তাই কঠিন হলেও কাজটি অসম্ভব নয়। 

Latest Videos

রবিবার হাই-ভোল্টেজ ম্যাচে নামার আগে ভারতীয় মহিলা দলকে উদ্বুদ্ধ করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকার। তিনি ভারতীয় মহিলা দলকে উদ্দেশ্য করে বলেছেন যে অযথা চাপ না নিতে। এবং তিনি আরও বলেছেন এই সময় যতটা সম্ভব বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকতে। দেশকে গৌরব এনে দেওয়ার এমন সুযোগ সকলের জীবনে বার বার আসে না। তাই এই সময় সবচেয়ে বেশি যা দরকার তা হলো মানসিক স্থৈর্য্য, জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু