এমসিজিতে ওয়ার্নের শেষ শ্রদ্ধার্ঘ্যের অনুষ্ঠান, সাক্ষী থাকবে এক লক্ষ মানুষ

শুক্রবার হৃদরোগে (Heart Attack)  আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তী (Legend)লেগ স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)।  স্পিন জাদুকরের শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজিত হবে আইরকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground)। 
 

কিংবদন্তী (Legend) লেগ স্পিনার শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। গত শুক্রবার সন্ধেয় থাইল্য়ান্ডের নিজের ভিলাতে হৃদরোগে (Heart Attack)আক্রান্ত হয়ে প্রয়াত হন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তথা ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনারের। ময়না তদন্ত রিপোর্চে জানিয়েছে ওয়ার্নের মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক।  স্পিনের জাদুকরের মৃত্যুর খবরে এখও শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব।  ওয়ার্নের পরিবারের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে ওয়ার্নের বাবা-মা লিখেছেন,'একটা শেষ না হওয়া দুঃস্বপ্নের শুরু হল। আর কোনও দিন শেনকে দেখতে পাব না, ভাবতে পারছি না। আশা করব, ও যে সুখের স্মৃতি রেখে গিয়েছে, তা এই দুঃখকে কিছুটা লাঘব করবে।' দেশের মাটিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে ওয়ার্নের শেষ কৃত্য সেই খবর  আগেই জানানো হয়েছে। এবার জানা গেল শেন ওয়ার্নকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আইনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground)আয়োজন করা হবে বিশেষ অনুষ্ঠানের।

অস্ট্রেলিয়ার সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছএ এমসিজে হবে ওয়ার্নের সেষ শ্রদ্ধার্ঘ্যের অনুষ্ঠান। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে অস্ট্রেলিয়ার প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। ওয়ার্নের গোটা পরিবার উপস্থিত থাকবে এই পাবলিক মেমোরিয়াল অনুষ্ঠানে। ব্যক্তিগতভাবে তাঁর পরিবারের সদস্যরা একান্তে ওয়ার্নের আত্মার শান্তি কামনার পর অনুষ্ঠিত হবে এই পাবলিক মেমোরিয়াল অনুষ্ঠান। এই মাঠেই ১৯৯৪ সালে অ্যাসেজে টেস্ট ম্যাচে প্রথম টেস্ট হ্যাটট্রিকটি করেছিলেন শেন ওয়ার্ন। সাউদার্ন স্ট্যান্ডের ও নামকরণ করা হবে ওয়ার্নের নামে। নাম রাখা হবে এসকে ওয়ার্ন। চূড়ান্ত দিন খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে অস্ট্রেলিয়া সরকারের তরফে। 

Latest Videos

প্রসঙ্গত, নিজের বর্ণময় জীবন, রঙিন চরিত্রের জন্য সবসময় শিরোনামে থাকতেন সেন ওয়ার্ন।। বিতর্কে থেকে কোনও দিন পালিয়ে যাননি। তা সঙ্গে করে নিয়েই বুক চিতিয়ে ২২ গজে পারফর্ম করেছেন ওয়ার্নি। যৌন কেলেঙ্কারি থেকে মাদক সেবন একাধিক বিতর্কে নাম জড়িয়েছে শেন  ওয়ার্নের। কিন্তু তার ফ্যানেদের কাছ এই শেন ওয়ার্নই চেনা, এইভাবেই তাকে ভালো বেসেছেন সলে। তাই প্রয়াণের পর শোক জ্ঞাপনও তার ফ্যানেরা একটু অন্যরকমভাবে করছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) বাইরে ওয়ার্নের একটি ব্রোঞ্জ মূর্তি রয়েছে। সেই মূর্তির কাছেই জড়ো হচ্ছেন ওয়ার্ন ভক্তরা। অনেকের চোখেই জল। প্রয়াত প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাচ্ছেন। ফুল ছাড়াও তাঁরা হাতে করে নিয়ে যাচ্ছেন বিয়ারের বোতল, সিগারেট এবং মাংস। কারণ এ সবই ছিল ওয়ার্নের প্রাত্যহিক জীবনের অতি প্রয়োজনীয়। তাই প্রিয় তারকাকে তাঁর প্রিয় জিনিস দিয়েই শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তেরা। 

Share this article
click me!

Latest Videos

মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে যা ঘটল! বিরাট সাজা দিল আদালত | Krishnanagar News |