শ্রীলঙ্কা সফরে কঠোর কোয়ারেন্টাইন পর্ব শিখরদের, মিলছে না প্রস্তুতি ম্যাচ

Published : Jun 12, 2021, 04:06 PM IST
শ্রীলঙ্কা সফরে কঠোর কোয়ারেন্টাইন পর্ব শিখরদের, মিলছে না প্রস্তুতি ম্যাচ

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শিখর ধওয়ান তার আগে কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে দলকে দ্বীপরাষ্ট্রে গিয়ে অনুশীলন ম্যাচও পাচ্ছে না ভারতীয় দল  

করোনা আবহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ও দ্বীপরাষ্ট্রে গিয়েও কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। বিরাট কোহলিরা ইংল্য়ান্ডে থাকায় সীমিত ওভারের সিরিজ খেলতে যে দ্বিতীয় দল পাঠানো হবে সেই কথা আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মতই শিখর ধওয়ানের নেতৃত্ব দল গড়া হয়েছে। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন ভুবনেশ্বর কুমার। এবার সফরে যাওয়ার আগে কীবাবে কোভিড বিধি মানতে হবে ধওয়ানের দলকে তাও জানিয়ে দিল বিসিসিআই।

শ্রীলঙ্কা সফরের জন্য ১৪ জুন মুম্বইতে একত্রিত হবেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানে মোট ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। এই কোয়ারেন্টাইন পর্বকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে ৭ দিনের কঠোর কোয়ারেন্টাইন বিধি মেনে চলতে হবে সকলকে। করা হবে নিয়ম মেনে কোভিড টেস্ট। পরের ৭৭ দিনে কোয়ারেন্টাইন কিউটা শিথিল করা হবে ধওয়ান ও ভুবনেশ্বরদের। তারপর ২৮ জুন শ্রীলঙ্কা উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে গিয়ে আবার মানতে হবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিয়ম।

শ্রীলঙ্কায় গিয়ে আবার ৩ দিন কঠোরতম কোয়ারেন্টাইনে থাকবে ভারত। তার পর ছোট ছোট গ্রুপ করে অনুশীলন করতে পারবেন শিখররা। তারপর থেকে ভারতীয় দল পুরোদমে অনুশীলন শুরু করতে পারবে। পাশাপাশি দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে রয়েছে শ্রীলঙ্কা সফরগামী একাধিক ভারতীয় ক্রিকেটার। তাই সেখানে গিয়ে একটি প্রস্তুতি ম্যাচ চেয়েছিলেন অনেকেই। কিন্তু করোনা অতিমারীর কারণে সেই ম্য়াচ আয়োজন করা সম্ভব নয়। ফলে নিজেদের মধ্যে ম্য়াচ খেলেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে হবে টিম ইন্ডিয়াকে।


PREV
click me!

Recommended Stories

T20 World Cup 2026: কোথায় গেল উতলে ওঠা দরদ? বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে ডিগবাজি পাকিস্তানের
BCCI Annual Contract: কোহলি-রোহিতের জন্য দুঃসংবাদ? বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় পরিবর্তনের প্রস্তাব আগরকারের