SRH vs GT- হায়দরাবাদ বনাম গুজরাটের শীর্ষে ওঠার লড়াই, কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ

বুধবার আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs GT)। ম্য়াচ জিতলেই লিগ টেবিলের শীর্ষ ওঠার সুযোগ হার্দিক পান্ডিয়া ও কেন উইলিয়ামসনের দলের। 
 

আইপিএল ২০২২-এ আজ বদলার ম্য়াচ। একদিকে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস, অপরদিকে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। লিগ টেবিলের দুই ও তিন নম্বর দলের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ। আজকের ম্য়াচকে বদলার ম্যাাচ বলা হচ্ছে তার কারণ  এখনও পর্যন্ত একমাত্র হায়দরাবাদের কাছেই হারতে হয়েছিল গুজরাটকে।  ফলে প্রথম পর্বের হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, মহম্মদ শামি, রাশিদ খানদের। অপরদিকে প্রথম পর্বের পুনরাবৃত্তি ঘটিয়ে জয়ের ডবল হ্যাটট্রিক করাই লক্ষ্য অরেঞ্জ আর্মির। আজকের ম্য়াচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে ক্রিকেট প্রেমিদের মধ্যে কৌতুহল রয়েছে। এক ঝলকে দেখে নিন গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচের প্রথম একাদশ। 

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
আজকের ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে  সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিংলাইনআপে ওপেনিংয়ে রয়েছেন কেন উইলিয়ামসন (অধিনায়ক) ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে খেলবেন রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেট  রক্ষক), আইডেন মার্করাম।  দুরন্ত ফর্মে রয়েছেন ত্রিপাঠী ও মার্করাম। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন শশাঙ্ক সিং ও  জগদীশা সুচিত। চোটের কারণে ওয়াশিংটন সুন্দর না থাকায় স্পিন অ্যাটাকের দায়িত্বও থাকছে সুচিতের উপর । হায়দরাবাদের পেস অ্য়াটাকে খেলছেন মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন,উমরান মালিক।

Latest Videos

গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ-
সানরাইজার্স হায়দরাবাদের  বিরুদ্ধে গুজরাট টাইটানসের প্রথম একাদশের ব্যাটিং লইনআপে ওপেনিংয়ে থাকতে চলেছেন শুবমান গিল ও ঋদ্ধিমান সাহা।  দলের মিডল অর্ডারে থাকতে পারেন  ডেভিড মিলার। দলে একাধিক অলরাউন্ডার রয়েছে গুজরাট টাইটানসের।  এরপর থাকছেন  অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাহুল তেওয়াটিয়া। দুই জনেই ব্যাটিং-বোলিংয়ে পারদর্শী।  এছাড়া লোয়ার মিডল অর্ডারে ব্য়াটিংয়ে থাকছেন অভিনব মনোহর। দলের স্পিন অ্যাটাকে থাকছেন আফগান তারকা রাশিদ খান।  পেস অ্যাটাক ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি, কিউই তারকা লকি ফার্গুসন ও  ক্যারেবিয়ান পেসার আলজারি জোসেফ ও তরুণ পেসার যশ দয়াল। 

প্রসঙ্গত, গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচ হতে চলছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। হার্দিক পান্ডিয়া ও কেন উইলিয়ামসন দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে, যারা একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে।  দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলেও হার্দিক পান্ডিয়া ও কেন উইলিয়ামসনের দলের মধ্যে খুব একটা তফাৎ নেই। সাম্প্রতিক ফর্মও দুই দলেরই অনবদ্য। ফলে আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃSRH vs GT- সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস, বদলার ম্য়াচে কী হতে পারে ফল

আরও পড়ুনঃকবে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সারা তেন্ডুলকরের, কী জানালেন সচিন কন্যা

আরও পড়ুনঃবিয়ের আগেই কী কোনও সমস্যা, হঠাৎ কেন ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত রাহুল-আথিয়ার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury