T20 WC 2021, Eng vs Sl- টস জিতল শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

Published : Nov 01, 2021, 07:30 PM ISTUpdated : Nov 01, 2021, 07:49 PM IST
T20 WC 2021, Eng vs Sl- টস জিতল শ্রীলঙ্কা, ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

সংক্ষিপ্ত

টি ২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021)  আজ মুখোমুখি ইংল্যান্ড ও শ্রীলঙ্কা (England vs Sri Lanka)। টানা তিনটি ম্যাচজিতে গ্রুপ শীর্ষে ইয়ন মর্গ্যানের (Eoin Morgan)দল। অপরদিকে ৩ ম্য়াচে একটি জিতে চাপে দাসুন  শানাকার (Dasun Shanaka) দল। আজকের ম্যাচ জিততে মরিয়া দুই দল।   

আজ টি ২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাতে মুখোমুখি ইংল্যান্ড ও শ্রাীলঙ্কা। সেমি ফাইনালের ওঠার আশা জিইয়ে রাখতে গেলে এই ম্যাচ ডু অর ডাই দাসুন  শানাকার দলের কাছে। ৩টির মধ্যে একটি ম্যাচ জিতে গ্রুপ ১-এর চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অপরদিকে, সেমি ফাইনালে ওঠার টিকিট  কার্যত নিশ্চিৎ হয়ে গিয়েছে ইংল্যান্ড দলের।  ৩টির মধ্যে তিনটি জিতে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছেন ইয়ন মর্গ্যানের দল। তবে আজকের ম্যাচ জিতে একদিকে  যেমন শেষ চারের টিকিট পাকা করতে মরিয়া লঙ্কান লায়ন্সরা। অপরদিকে ফর্ম ওঠা নামা করলেও ইংল্যান্ডকে লড়াই দিতেপ্রস্তুত লঙ্কান লায়ন্সরা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে  মুখোমুখিহতে চলেছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। শারজার মন্থর গতির উইকেটে প্রতিটি ম্যাচই কার্যত লো  স্কোরিং রুদ্ধশ্বাস হয়েছে। ব্যাটসম্যানদের কাছে এই উইকেট মোটেই  সুখকর নয়। তাই যেই দলই টস জিতেছে  তারা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আজকের ম্যাচে টস ভাগ্য সাথ দিয়েছে শ্রালঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তিনিও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিপক্ষকেকম রানেআটকে রেখে পরিকল্পনা মাফিক রান চেজ করতেই টসে জিত ফিল্ডিংয়ের এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক। টস হারলেও প্রতিযোগিতায় জয়ের হ্যাটট্রিক করা ইংল্যান্ডও বড় স্কোর করার বিষয়ে আত্মবিশ্বাসী।

আজকের ম্যাচে ইংল্যান্ড দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে রয়েছেন জেসন রয়, জস বাটলার,  ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান, লিয়াম লিভিংস্টোন,  মঈন আলি। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন ক্রিস ওকস। এছাড়া ইংল্যান্ড দলে বোলিং লাইনআপে রয়েছেন ক্রিস জর্ডান, আদিল রাশিদ, তাইমাল মিলস। অপরদিকে, শ্রীলঙ্কা দলের প্রথম একাদশে রয়েছেন পথুম নিশঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপক্সা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুশ্মন্ত চামিরা, মহেশ থিকশানা, লাহিরু কুমারা। দুই দলেই স্পিন অ্যাটাক যথেষ্ট ভালো। শারজায় আরও একটি রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত