Stafanie Taylor - মহিলা ক্রিকেটে বিরল কীর্তি গড়লেন স্টেফানি টেলর, পিছনে পড়লেন মিতালি

তৃতীয় মহিলা ক্রিকেটার হিসাবে, ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান সম্পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়িকা স্টেফানি টেলর (Stafanie Taylor)। এর আগে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (Charlotte Edwards) এবং ভারতের মিতালি রাজ (Mithali Raj) এই কীর্তির অধিকারী হয়েছেন।  
 

রবিবার,  পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (Pakistan Women vs West Indies Women), তৃতীয় মহিলা ওয়ানডে চলাকালীন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়িকা স্টেফানি টেলর (Stafanie Taylor), তৃতীয় ক্রিকেটার হিসাবে, মহিলা ওয়ানডে ক্রিকেটে (Women ODI ) ৫০০০ রান সম্পূর্ণ করলেন। এর আগে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (Charlotte Edwards) এবং ভারতের মিতালি রাজ (Mithali Raj) এই কীর্তির অধিকারী হয়েছেন।  

এদিন পাকিস্তানের সাদিয়া ইকবালের (Sadia Iqbal) বলে একটি সিঙ্গল নিয়ে ৪২ রানে পৌঁছতেই টেলর ৫০০০ মহিলা ওডিআই রান পেরিয়ে যান। ৩০ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ৫০০০ রান করা দ্রুততম মহিলা ক্রিকেটারও হয়েছেন। কেরিয়ারের ১২৯তম ইনিংসে তিনি এই ল্যান্ডমার্কে পৌঁছান। ভারতের ওডিআই অধিনায়ক মিতালি রাজ, ৫০০০ রানের মাইলফলকে পৌঁছেছিলেন ১৪৪ ইনিংসে। এতদিন তিনিই ছিলেন এই বিষয়ে দ্রুততম। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডস ১৫৬তম ওডিআই ইনিংসে ৫০০০ রান করেছিলেন। একইসঙ্গে মহিলার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে স্টেফানিই হলেন ৫০০০-এর বেশি রান এবং ১০০-এর বেশি উইকেট সংগ্রহকারী প্রথম ক্রিকেটার।

Latest Videos

করাচির জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে স্টেফানি টেলর শুধু ৫০০০ রান পূর্ণই করেননি, দুর্দান্ত শতরান করেন। ১১৭ বল খেলে ১০২ পানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসের জোরেই পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ওয়েস্টইন্ডিজ। জয়ের জন্য ২২৬ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল পাকিস্তান মহিলা দল। রান তাড়া করতে নেমে ৫ ওভারে ৩ উইকেটে ১৫ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। সেখান থেকে চেডিয়ান নেশন (৫১ অপরাজিত)-এর সঙ্গে পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেন স্টেফানি। ৪৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুটি ওয়ানডেতেও সহজেই জিতেছিল। প্রথম ম্যাচে শতরান করেছিলেন ডিয়েন্দ্রা ডটিন (Deandra Dottin)।


তৃতীয় মহিলা ক্রিকেটার হিসাবে, ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান সম্পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়িকা স্টেফানি টেলর (Stafanie Taylor)। এর আগে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (Charlotte Edwards) এবং ভারতের মিতালি রাজ (Mithali Raj) এই কীর্তির অধিকারী হয়েছেন।  

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today