আইপিএলে পারছে না, বিশ্বকাপে কী করবে, কার সম্পর্কে এমন বললেন গাভাসকর

আইপিএল ২০২২ (IPL2022) -এ ব্যাট হাতে লাগাতার ব্যর্থ ইশান কিশান (Ishan Kishan)। ৮ ম্য়াচ খেলে করেছেন মাত্র ১৯৯ রান। যার কারণে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) দলে ইশান কিশানের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
 

আইপিএল ২০২২-এ টানা আট ম্য়াচ হেরে লজ্জার নজির গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে প্রতিযোগিতা শুরু থেকে টানা ৮ ম্য়াচ হারেনি কোনও দল। দলের এই ব্যর্থতার পর এবার আতস কাচের নীচে আসছে এক এক জন কে ক্রিকেটারের পারফরম্য়ান্স। সমালোচনার শিকার হচ্ছেন ক্রিকেটাররা। আর যেই ক্রিকেটারের নাম সবার আগে উঠে আসছে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার ইশান কিশান। আইপিএলের মেগা নিলামে এই বছর সবথেকে দামি প্লেয়ার হয়েছিলেন তিনি। তাকে দলে নেওয়ার জন্য সমগ্র শক্তি দিয়ে ঝাপিয়ে  ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু প্রথম ম্য়াচে ৮১ রানের পারফরম্যান্স ছাড়া আর ব্য়াট রান নেই তরুণ বাঁ-হাতি ব্য়াটসম্য়ানের। আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য মনে করা হচ্ছিল তাকে। কিন্তু আইপিএলের ব্যর্থতা দেখে ইশানের টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন কিংবদন্তী সুনীল গাভাসকর।

এখনও পর্যন্ত আইপিএল ২০২২ -এ ৮ ম্য়াচ খেলে ইশান কিশান করেছেন ১৯৯ রান। সর্বোচ্চ ৮১ ও গড় ২৮.৪২। শট বলের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে। ইশান কিশানের ব্যাট  হাত লাগাতার ব্যর্থতা ও আসন্ন টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে সুনীল গাভাসকর বলেছেন,'ভুললে চলবে না অতীতেও শর্ট বলের সামনে সমস্যায় পড়েছে ঈশান। এটা ভাল ছবি নয়। অস্ট্রেলিয়াতে পিচের বাউন্স আরও বেশি। এখানেই খেলতে পারছে না। তা হলে অস্ট্রেলিয়াতে কী ভাবে খেলবে? ওখানেও বোলাররা ওকে শর্ট বল করে যাবে। সব বল কোমরের উপরে আসবে। কী করে সেই বল খেলবে ঈশান?' এছাড়া লখনউয়ের বিরুদ্ধে আম্পায়ারের সিদ্ধান্তের আগেই ইশানের মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সানি বলেছেন,'এখন আউট জানার পরেও ব্যাটাররা আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করে। ঈশানের আউটের ক্ষেত্রে সন্দেহ ছিল। কিন্তু আম্পায়ার বলার আগেই ও মাঠ ছাড়ল। খারাপ খেলছে বলেই ও এত তাড়াতাড়ি মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছে। যেন মাঠ ছেড়ে পালাতে চাইছে। মানসিক ভাবে খুব ভাল জায়গায় নেই ঈশান।'

Latest Videos

প্রসঙ্গত, এখনও পর্যন্ত আইপিএলে ৬৯টি ম্য়াচ খেলে ১৬৫১ রান করেছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন একাধিক ম্য়াচ উইনিং ইনিংস। কিন্তু এবার আইপিএলে একেবারেই  ফর্মে নেই ইশান। দেশের জার্সিতেও ১০টি টি২০ ম্যাচ খেলেছেন ইশান কিশান। ২৮৯ রান করেছেন তিনি। এছাড়া ৩টি একদিনের ম্য়াচ খেলেছেন ইশান।  রান করেছেন ৮৮। কিন্তু এবার আইপিএলের এত টাকা দিয়ে কেনা সত্ত্বেও এবার আইপিএলে অফ ফর্মের জেরে সমালোচনার মুখেও পড়তে হয়ছে ইশান কিশানকে। আর গাভাসকরের মন্তব্যের পর সত্যিই টি২০ বিশ্বকাপের দলে ইশান কিশানের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেল। 

আরও পড়ুনঃকেউ মাধ্যমিক ফেল কেউ উচ্চমাধ্যমিক পাশ, কিন্তু সম্পত্তি কোটি টাকার, চিনে নিন এমন ক্রিকেটারদের

আরও পড়ুনঃশ্রমিকের কাজ করে একসময় কেটেছে দিন, বর্তমানে আইপএলের সৌজন্য কোটিপতি এই ক্রিকেটার

আরও পড়ুনঃধোনির বউ বেশি শিক্ষিত না কোহলির, রোহিতের স্ত্রীও কম না, জানুন ১০ ভারতীয় ক্রিকেটারদের বউদের শিক্ষাগত যোগ্যতা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral