টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর সুপার ১২ পর্বে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল নিল ইংল্যান্ড (England)। দুই দলের প্রথম একাদশে কারা কারা খেলছেন, দেখুন।
শনিবার টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এর সুপার ১২ পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে আগে বল করার বোল করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। অধিনায়ক ইয়ন মর্গান জানালেন এদিন মাঠের একদিকের বাউন্ডারি ছোট। তাই অনেক রান উঠতে পারে। তাই আগে বল করে নির্ধারিত লক্ষ্য সামনে নিয়েই ব্যাট করতে চান তাঁরা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড জানিয়েছেন, তাঁরাও আগে বল করতে চেয়েছিলেন, তবে টসে হারাটা কোনও বড় বিষয় নয়।
এদিন ইংল্যান্ড দলের প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন স্যাম বিলিংস, ডেভিড উইলি, টম কুরান, এবং মার্ক উড। খেলছেন টিমাল মিলস। মর্গান জানিয়েছেন লিয়াম এবং মইন আলি তাঁদের দলে ভারসাম্য এনে দিয়েছে বলে, তাঁরা তিন জোরে বোলারে খেলতে পারছেন।
অন্যদিকে গেইল জানিয়েছেন, আন্দ্রে রাসেল পুরো ফিট। তবে, তাদের দলে রাসেলের কাছ থেকে প্রতি ম্যাচেই ৪ ওভার করে বল লাগবে না। খেলছেন ক্রিস গেইলও। কিংবদন্তি। পুরান এবং ম্যাককয় প্রথম বিশ্বকাপ খেলতে চলেছেন। তবে ব্যক্তিগত কীর্তির থেকেও দলগতভাবে ভাল পারফর্ম করাটাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন পোলার্ড।
দেখে নেওয়া যাক এদিনের দুই দলের প্রথম একাদশ -
ওয়েস্ট ইন্ডিজ - এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, শিমরন হেতমায়ার, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, ওবেদ ম্যাকয় এবং রবি রামপাল।
ইংল্যান্ড - জস বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, দাভিদ মালান, ইয়ন মর্গান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ এবং টাইমাল মিলস।