T20 World Cup 2021 - টসভাগ্য ফের ইংল্যান্ডের সঙ্গে, ৮০-র বেশি রানে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে


টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে  (South Africa) আগে ব্যাট করতে ডাকল ইংল্যান্ড (England)। ইংরেজ প্রথম একাদশে হল একটি পরিবর্তন।

শনিবার, শারজায়, টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২ পর্বের ম্যাচে, দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে  টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড (England)। অধিনায়ক ইয়ন মর্গান (Eoin Morgan) জানালেন উইকেট ব্যাটিং-এর জন্য ভাল বলে মনে করছেন তাঁরা। পরের অর্ধে শিশির বড় ভূমিকা নিতে পারে, শ্রীলঙ্কার বিপক্ষে যেমনটা দেখা গিয়েছিল। তাই তাঁরা আগে বল করছেন। 

অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) বলেছেন, তাঁরাও টসে জিতলে আগে বোলিং করতেন। কিন্তু, এখন ব্যাটিং-এ ভাল শুরু করতে হবে তাঁদের এবং তারপর রানটাকে রক্ষা করতে হবে। পাওয়ারপ্লেতে ব্যাটিং-এর ক্ষেত্রে দলের উন্নতির দরকার াছে বলে জানিয়েছেন তিনি। শুরুতে একটা বড় রানের ভিত তৈরি করে, পরবর্তী পরিকল্পনা করবেন। 

Latest Videos

চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন টাইমাল মিলস। তাঁর বদলে এদিন ইংল্যান্ডের প্রথম একাদশে খেলছেন মার্ক উড। অন্যদিকে প্রোটিয়া দল তাদের প্রথম একাদশ অপরিবর্তিতই রেখেছে। দেখে নেওয়া যাক দুই দলের এদিনের প্রথম একাদশ -

ইংল্যান্ড -  জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, মার্ক উড, আদিল রশিদ।

দক্ষিণ আফ্রিকা - কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনড্রিকস, রেসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, অ্যানরিখ নখিয়া, তাবরাইজ শামসি।

এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫ টি ম্য়াচ হয়েছে। জয়ের পরিসংখ্যানে এগিয়ে প্রোটিয়ারাই, ৩ টি ম্যাচে জিতেছে তারা। বাকি ২ টিতে ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ইংল্যান্ড। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর, পরের তিনটি ম্যাচে জিতে এখনও সেমিফাইনালে ওটার দৌড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সবথেকে বড় কথা তারা কিন্তু চাপের মুখে অতীতের মতো গুটিয়ে যায়নি। এদিন হারলেও গ্রুপ ১-এর শীর্ষেই থাকবে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে যেতে গেলে জিততে হবে অন্তত ৮০ রানের ব্যবধানে। কারণ আগের ম্যাচে জিতে অস্ট্রেলিয়া রানরেটে অনেকটাই এগিয়ে প্রোটিয়াদের থেকে। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today