T20 WC 2021, IND vs NAM- অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে টস জিতলেন বিরাট, নামিবিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

আজ টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021)  সুপার ১২ (Super 12) -এর শেষ ও নিয়মরক্ষার ম্যাচ। দুবাইতে মুখোমুখি ভারত ও নামিবিয়া (India vs Namibia)। শেষ ম্যাচে জয় পেতে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli) ও গেরহার্ড এরাসমাসের (Gerhard Erasmus) দল। 
 

দুই দলেরই ছুটি হয়ে গিয়েছে টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021) থেকে। সোমবার সুপার ১২ (Super 12) -এর নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হতে ভারত ও নামিবিয়া (India vs Namibia)।  শেষ চারে যাওয়ার কোনও আশা না থাকলেও ভারতীয় দলের (Indian team) কাছে এই ম্যাচ গুরুত্বপূর্ণ কারণ এটিই জাতীয় টি২০ দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির (Virat Kohli) শেষ ম্যাচ। পাশাপাশি কোচ হিসেবে  এই ম্যাচের পরই প্রাক্তন তকমা জুটে যাবে  রবি শাস্ত্রী (Ravi Shastri) অ্য়ান্ড টিমের। ফল সতীর্থরা বড় ব্যবধানে জয় দিতে চাইছেন কোহলি-শাস্ত্রী জুটিকে। অপরদিকে, মূল পর্বে একটিও ম্যাচ না জিতলেও শেষ ম্য়াচে ভারতের বিরুদ্ধে অঘটন ঘটানোই লক্ষ্য গেরহার্ড এরাসমাসের (Gerhard Erasmus)দলের। তাই লড়াই দিতে প্রস্তুত নামিবিয়াও।  নামিবিয়ার বিরুদ্ধে ভারত এই প্রথমবার আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে। এর আগে ২০০৩ সালের ৫০-ওভারের বিশ্বকাপে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। জিতেছিল ভারতই। এবারও 'হট ফেভারিট' তকমা নিয়েই নামছে ভারতীয় দল।

Latest Videos

টি২০ বিশ্বকাপে আরব আমিরশাহিতে দু-একটি ম্যাচ বাদে বেশির ভাগ খেলাতেই অধিনায়করা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে দুই দল। দুবাইয়ের পিচে সমানভাবে সাহায্য পান ব্যাটার এবং বোলাররা। এর আগের কয়েকটি ম্যাচে একদিকে যেমন ব্যাটারদের হাত থেকে বেশ কিছু ভাল শট দেখা গিয়েছে, তেমনই পেসারদের স্লোয়ার বলে প্রতিপক্ষের উইকেট শিকার করতে দেখা গিয়েছে। আবার মাঝের ওভারগুলিতে রাজ করেছেন স্পিনাররা। টি২০ অধিনায়ক হিসেবে শেষ ম্য়াচে টস ভাগ্য সাথ দিল বিরাট কোহলির। টস জিতে এদিন বোলিং সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। এদিন প্রত্যাশা মতই ভারতীয় দলে একটি পরিবর্তন করা হয়। বরুণ চক্রবর্তীর  জায়গায় বিশ্বকাপে প্রথম সুযোগ পেলেন  রাহুল চাহার।

আরও পড়ুনঃT20 World Cup 2021, কোহলির অধিনায়কত্বে লজ্জার ইতিহাস, টি২০ বিশ্বকাপে সব থেকে খারাপ পারফরমেন্স ভারতের

আরও পড়ুনঃসচিন-ধোনি-কোহলিদের সম্পত্তি এক জায়গায় করলেও তা তুচ্ছ, এই তরুণ ভারতের সব থেকে ধনী ক্রিকেটার

আরও পড়ুনঃT20 WC 2021- শোয়েব মালিকের বউকে নিয়ে হোটেলের ঘরে শাহিদ কাপুর, জানুন কীভাবে ফাঁস হয়েছিল 'প্রেম কাহিনি'

আজকের ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন ভারত - রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার, জসপ্রিত বুমরা, মহম্মদ শামি। অপরদিকে নামিবিয়ার প্রথম একাদশেরয়েছেন স্টিফেন বার্ড, মাইকেল ভ্যান লিংজেন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজি, জেজে স্মিট, জাঁ নিকোল লফটি-ইটন, ক্রেগ উইলিয়ামস, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন (উইকেটরক্ষক), জাঁ ফ্রাইলঙ্ক, বার্নার্ড স্কোল্টজ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today