T20 WC 2021, IND vs SCO - অবশেষে জন্মদিনে টসভাগ্য ফিরল কোহলির, প্রথম একাদশে ফিরলেন বরুণ


টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এ মুখোমুখি স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে টসে জিতল ভারত (India)। দলে হল একটি পরিবর্তন।

টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021)-এ সুপার ১২ ম্যাচে স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল ভারত (India)। অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) জানালেন এদিনের ম্যাচে শিশির একটি বড় ফ্যাক্টর হতে যাচ্ছে। তাই আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাঁরা চেষ্টা করবেন স্কটল্যান্ডকে অল্প রানের মধ্যে আটকে রাখতে। তারপর সফলভাবে সেই রানটা তাড়া করতে চান। 

এই বছর এই ম্যাচের আগে ৮টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে মাত্র ১টিতে টসে জিতেছিলেন বিরাট। এদিন তাঁর জন্মদিন। মজা করে বিরাট বললেন, জন্মদিনের দিনই বিশ্বকাপে প্রথম টসে জিতলেন। তাই, তাঁর জন্মদিনের দিনই ভারতের প্রথম ম্যাচ খেলা উচিত ছিল (হাসি)। তবে এদিনের ম্যাচে প্রথম বল থেকেই সমান তীব্রতা ধরে রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অধিনায়ক। 

Latest Videos

অন্যদিকে স্কটিশ অধিনায়ক কাইল কোয়েৎজার বলেছেন, পিচ বেশ ভাল বলে মনে হচ্ছে। তাই পরে আগে ব্যাট করতে তাদের অসুবিধা হবে না। তাঁরা আগে ব্যাট বা বল - যে কোনও একটিই করতে তৈরি। 

স্কটিশ স্কোয়াডে জস ডেভি এখনও সুস্থ হননি। তাই এদিন আগেরদিনের প্রথম একাদশ নিয়েই নামছে স্কটল্যান্ড। অন্যদিকে ভারতীয় দলে হয়েছে একটি পরিবর্তন। কিউই ম্যাচের পর ফের প্রথম একাদশে ফিরে এলেন বরুণ চক্রবর্তী। তাঁর বদলে দলের বাইরে গেলেন শার্দুল ছাকুর। ফলে এদিন ভারত বরুণ, অশ্বিন এবং জাদেজা - তিন স্পিনার নিয়ে খেলছে। স্কটিশদের স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতাই সম্ভবত এর কারণ। দেখে নেওয়া যাক এদিনের দুই দলের প্রথম একাদশ  - 

স্কটল্যান্ড - জর্জ মান্সি, কাইল কোয়েৎজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, আলাসডেয়ার ইভান্স, ব্র্যাডলি হুইল।

ভারত - কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee