T20 World Cup - ইতিহাস গড়ল সাড়ে ২৫ লক্ষের দেশ, আইরিশদের ছিটকে দিয়ে পরের রাউন্ডে নামিবিয়া

টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) গ্রুপ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে (Ireland) ৮ উইকেটে পরাজিত করল নামিবিয়া (Namibia)। সুপার ১২ পর্বে পৌঁছে গেল তারা। 

বৃহস্পতিবারের পর শুক্রবারও আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) তৈরি হল ইতিহাস। গ্রুপ পর্বের ম্যাচে টেস্ট খেলিয়ে দেশ আয়ারল্যান্ডকে (Ireland) ৮ উইকেটে পরাজিত করে, বিশ্বকাপের সুপার ১২ পর্বে পৌঁছে গেল আরও এক আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশ, নামিবিয়া (Namibia)। এদিন শারজায় প্রথমে ব্যাট করে আইরিশরা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছিল। জবাবে নামিবিয়া ৯ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেটের বিনিময়ে জয়ের প্রয়োজনীয় রানটা তুলে দিল। 

ফলে মাত্র সাড়ে ২৫ কোটি জনসংখ্যার দেশ নামিবিয়ার নাম ক্রিকেট ইতিহাসে উঠে গেল। বৃহস্পতিবার, চতুর্থ আইসিসি অ্যাসোসিয়েট দেশ হিসাবে টি২০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছিল স্কটল্যান্ড। এদিন পঞ্চম দেশ হিসাবে সেই তালিকায় নাম লেখালো নামিবিয়া। ২০০৯ সালে এই কৃতিত্ব প্রথম অর্জন করেছিল এদিনের পরাজিত দেশ আয়ারল্যান্ডই। তারপর ২০১৪ সালে নেদারল্যান্ডস এবং ২০১৬ সালে আফগানিস্তানও অ্যাসোসিয়েট দেশ হিসাবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে গিয়েছিল। ২০১৭ সালে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান - দুটি দেশকেই আইসিসির পূর্ণ সদস্যপদ দেওয়া হয়েছে।

Latest Videos

ম্যাচের সেরা হয়েছেন ডেভিড উইসি

"

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি (Andy Balbirnie)।  আয়ারল্যান্ডের শুরুটা খুবই ভাল হয়েছিল। প্রথম তিন ব্যাটার - পল স্টার্লিং (৩৮), কেভিন ও'ব্রায়ান (২৫) এবং বালবির্নি (২১) বড় রান পেয়েছেন। তবে তাঁরা ছাড়া বাকি দলে কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। 

জবাবে একেবারে জমাট ব্যাটিং-এর নিদর্শন রাখে নামিবিয়া। ওপেনার ক্রেগ উইলিয়ামস (১৫) অল্প রানে আউট হয়ে গেলেও অধিনায়ক গেরহার্ড এরাসমাস (৫৩*) প্রথমে আরেক ওপেনার জেন গ্রিন  (২৪) এবং পরে ডেভিড উইসি (২৮*)-কে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বল হাতেও ২২ রান দিয়ে ২ উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হয়েছেন উইসি। 

আরও পড়ুন - T20 World Cup - বিশ্বকাপের দুদিন আগে বলি নায়িকার সঙ্গে রাতভর পার্টি, তারপরই মাঠে গেইলের তাণ্ডব

আরও পড়ুন - T20 World Cup 2021 - টি২০ বিশ্বকাপের ৬ অনন্য রেকর্ড, যা হয়তো এবারেও ভাঙবে না

আরও পড়ুন - T20 World Cup, IND vs PAK - উষ্ণতায় গ্যালারি মাতান যেসব পাক সুন্দরীরা, দেখুন ছবিতে ছবিতে

এর আগে ২০০৩ সালের একদিনের ম্যাচের বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল নামিবিয়া। একটি ম্যাচও জিততে পারেনি। এই প্রথম তারা টি২০ বিশ্বকাপ খেলতে এসেছে। প্রথমবারেই দ্বিতীয় রাউন্ডে উঠে তাক লাগিয়ে দিল আফ্রিকার দক্ষিণের এই দেশটি।

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury