টি২০ বিশ্বকাপ ২০২১ (T20 World Cup 2021) - পাকিস্তান (Pakistan)-এর বিরুদ্ধে বিশ্বকাপে হারেনি ভারত (India)। দুবাইয়ে (Dubai) পাকিস্তানও ৫ বছর ধরে অপরাজিত।
রবিবার, (২৪ অক্টোবর) চলতি টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) মেগা ম্যাচ। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত (India)। ধারে ভারে বিশেষজ্ঞরা প্রায় সকলেই এই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) বাহিনীকেই এগিয়ে রাখছেন। তবে, খেলা যেহেতু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে, তাই পাকিস্তানকে একেবারেই হাল্কাভাবে নিলে চলবে না, এমন সতর্কতাও দিয়ে রাখছেন তাঁরা। কারণ এই মাঠে পাকিস্তানের রেকর্ড দুর্দান্ত।
ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপরাজিত থাকার ধারাবাহিকতা নিয়ে অনেক চর্চা হয়েছে। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি সংঘর্ষে ভারত এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে হারেনি, সে একদিনে ক্রিকেটের বিশ্বকাপে হোক বা টি২০ বিশ্বকাপ। ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপের সাতটি ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে ভারত, আর টি২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই দলের মধ্যে হওয়া পাঁচটি ম্যাচেই জিতেছে। অর্থাৎ সব মিলিয়ে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ভারত, পাকিস্তানের বিপক্ষে জয়ের পরিসংখ্যানে ১২-০'য় এগিয়ে। রবিবার দুবাইয়ে সংখ্যাটা ১৩ করাই বিরাটদের (Virat Kohli) লক্ষ্য।
তবে, দুবাইয়ে (Dubai) বাবর আজম (Babar Azam) অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ভারতকে কিন্তু বেশ সতর্ক থাকতে হবে। ক্রিকেট বিশ্বে সংযুক্ত আরব আমিরশাহি, বিশেষ করে দুবাই, পাকিস্তানের দ্বিতীয় ঘর হিসেবেই পরিচিত। নিরাপত্তার কারণে অন্যান্য দেশ যখন পাকিস্তানে খেলতে যেত না, তখন পাকিস্তান তাদের বেশিরভাগ হোম ম্যাচ এই দেশেই খেলত। তাই এখানকার আবহাওয়া ও পিচ পাকিস্তানিদের হাতের তালুর মতো চেনা। সেই সঙ্গে দুবাইয়ে বাবররা এখন এক দুরন্ত অপরাজিত থাকার দৌড়ে রয়েছে। এই মাঠে পাকিস্তান তাদের শেষ ছয় টি২০ ম্যাচে হারেনি।
হ্যাঁ, একদিকে যেমন বিশ্বকাপের ম্যাচে ভারত কখনও পাকিস্তানের বিরুদ্ধে হারেনি, অন্যদিকে পাকিস্তানও দুবাইয়ে তাদের শেষ ছয়টি টি২০ ম্যাচে অপরাজিত। ২০১৬-র সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর পর দুই ম্যাচে জয় দিয়ে তাদের এই জয়ের ধারা শুরু হয়েছিল। ২০১৮ সালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (Dubai International Stadium) পাকিস্তান, অস্ট্রেলিয়াকে (Australia) দুটি ম্যাচে এবং নিউজিল্যান্ডকেও (New Zealand) দুটি ম্যাচে পরাজিত করে। ফলে দুবাইয়ে কোহলির নেতৃত্বাধীন ভারতকে সাবধানে থাকতেই হবে।
আরও পড়ুন - T20 World Cup, IND vs PAK - উষ্ণতায় গ্যালারি মাতান যেসব পাক সুন্দরীরা, দেখুন ছবিতে ছবিতে
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম কিন্তু, ইতিমধ্য়েই ভারতের বিরুদ্ধে তাঁর দলের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছেন। প্রথম ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে বাবর বলেছেন, 'আমরা দুবাইয়ের অবস্থা খুব ভাল জানি। আমরা জানি উইকেট কেমন হবে এবং ব্যাটারদের তার সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে। ম্যাচের দিন যারা ভাল ক্রিকেট খেলবে, তারাই ম্যাচ জিতবে। তবে আমার মতে, আমরাই জিতব'।
রবিবার, ভারতের বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ডই অক্ষত থাকবে, নাকি, পাকিস্তান দুবাইতে তাদের অপরাজিত থাকার দৌড় অব্যাহত রাখবে, সেটাই এখন দেখার।