মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ৮ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা (South Africa)। অর্ধশতরান করলেন এডেন মার্করাম।
মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) তাদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ৮ উইকেটে হারিয়ে জয়ের সরণীতে ফিরে এল দক্ষিণ আফ্রিকা (South Africa)। এভিন লুইসের দুরন্ত অর্ধশতরানের জোরে ব্য়াটিং-এর শুরুটা ভাল করলেও মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতা এবং প্রোটিয়া বোলারদের দুর্ধর্ষ বোলিং-এ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩-এর বেশি তুলতে পারেনি ক্যারিবিয়ানরা।
জবাবে শুরুতেই অধিনায়ক তেম্বা বাভুমার (Temba Bavuma)উইকেট হারালেও মার্করামের ঝোড়ো অর্ধশতরান এবং অন্যান্য ব্য়াটারদের উল্লেখযোগ্য অবদানে ১০ বল বাকি থাকতেই ১৪৪-এ পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। এই পরাজয়ের ফরে পরপর দুটি ম্যাচে হেরে নকআউট পর্বে যাওয়ার রাস্তাটা কঠিন করে ফেললেন কায়রন পোলার্ডরা।
আরও পড়ুন - T20 WC 2021 - সানিয়া নয়, এ কার সঙ্গে জলকেলি করছেন পাক ক্রিকেটার শোয়েব মালিক, দেখুন
আরও পড়ুন - T20 World Cup - 'সলমন গার্ল'এর সঙ্গে রাতভর পার্টি গেইলের, বলেছিলেন 'হিউম্যান ডল'
আরও পড়ুন - T20 World Cup 2021 - কলঙ্কিত পাক অধিনায়ক, ১০ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, দেখুন
এদিন টসে জিতে ক্যারিবিয়ানদের প্রথমে ব্যাট করতে ডেকেছিলেন বাভুমা। দুই ওপেনার ১০ ওভারে ৭৩ রান তুলে দিয়েছিলেন। সিংহভাগ রানই করেন এভিন লুইস, ৩৫ বলে ৫৬ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ৬টি ছয়। অন্যদিকে খুবই ধীর গতিতে খেললেও একদিক ধরে রেখেছিলেন লেন্ডল সিমন্স (৩৫ বলে ১৬)। একটিও বাউন্ডারি মারতে পারেননি। তা সত্ত্বেও তাঁদের ওপেনিং জুটি যেখনে পৌঁছে দিয়েছিল দলকে সেই ভিতের উপর দাঁড়িয়ে ক্যারিবিয়ান বিগ হিটাররা রানের অট্টালিকা তৈরি করতে পারতেন।
কিন্তু, ফের একবার ব্যর্থ হল তাদের মিডল ও লোয়ার অর্ডার। একমাত্র অধিনায়ক পোলার্ড ২০ বলে ২৬ রান করেন। এছাড়া নিকোলাস পুরান (১২), ক্রিস গেইল (১২), আন্দ্রে রাসেল (৫) - সকলেই প্রোটিয়া জোরে বোলিং-এর সামনে গুটিয়ে গেলেন। হেতমায়ার নেমেই তাড়াহুড়ো করতে গিয়ে রানআউট হলেন ১ রানে। ব্রাভো শেষ ওভারে নেমে ৮ রানে অপরাজিত থাকেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে কেশব মহারাজ ২টি, প্রিটোরিয়াস ৩টি উইকেট নিয়েছেন। তবে সেরা বোলিং করেন আনরিখ নখিয়া। তিনি ১টিই উইকেট শিকার করতে পেরেছেন ঠিকই, কিন্তু ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৪। তাঁর জোরে বোলিং সঙ্গী রাবাডাও ১টি উইকেট নিয়েছেন ২৭ রান দিয়ে। মার খেয়েছেন একমাত্র টি২০ বিশ্বের ১ নম্বর বোলার তাবরাইজ শামসি। ৩ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটবিহীন থাকেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই বাভুমাকে (২)। প্রথম ওভারের শেষ বলেই আন্দ্রে রাসেলের দুরন্ত ফিল্ডিং-এ রানআউট হয়ে যান প্রোটিয়া অধিনায়ক। তারপর থেকে আর ওয়েস্ট ইন্ডিজকে কোনও সুযোগ দেয়নি দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডিককের বদলে এদিন প্রথম একাদশে খেলেন রেজা হেনড্রিক্স। প্রথম ম্যাচ খেলতে নেমেই ৩০ বলে ৩৯ রান করেছেন তিনি। প্রথমে তাঁর সঙ্গে জুটি বেঁধে ৫৭ রান তোলেন ভ্যান ডার ডুসেন (৫১ বলে ৪৩ অপরাজিত)। দশম ওভারে আকিল হোসেনের বলে আউট হন হেনড্রিকস।
তাতে অবশ্য দক্ষিণ আফ্রিকার খেলায় বিশেষ প্রভাব পড়েনি। বরং ফর্মে থাকা এডেন মার্করাম নামার পর রানের গতি আরও বাড়ে। মাত্র ২৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকলেন তিনি। মারলেন ২টি চার এবং ৪টি ছয়। তবে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জোরে ম্যাচের সেরা হলেন আনরিখ নখিয়া।
এই জয়ের ফলে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে উঠে এল দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রানরেটও অনেকটা বেড়ে হল +০.১৭৯।