প্য়াট কামিন্সের বদলি পেয়ে গেল কেকেআর, মরুদেশে আইপিএলে নতুন নাইট

মরুদেশে আইপিএলে খেলবেন না প্য়াট কামিন্স। তারল বদলি খোঁজ করছিল কেকেআর। অবশেষে আরও এক বিদেশী পেসারকে দলে নিল নাইটরা। দলে ঢুকলেন কিউই তারকা।
 

১৯  সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব। তার আগে মাথায় আকাশ ভেঙে পড়েছিল কলকাতা নাইট রাইজারডার্সের। কারণ ব্যক্তিগত কারণে মরুদেশে আইপিএলের বাকি পর্বে না খেলার কথা জানিয়ে দেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। দলের প্রধান পেসারের এহেন সিদ্ধান্তে সমস্যা বাড়ে কেকেআরের। তড়িঘড়ি নতুন বদলি খুঁজতে ময়দানে নেমে পড়ে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

Latest Videos

প্যাট কামিন্সের বদলি হিসেবে আরও এক বিদেশী স্পিনারকে দলে নেওয়ার সিদ্ধান্ত পাকা করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। অভিজ্ঞ কিউই পেসার টিম সাউদিকে দলে নিচ্ছে নাইটরা। ২০২০ সালের নিলামে অবিকৃত ছিলেন নিউজিল্যান্ড পেসার। শেষবার তিনি খেলেছিলেন আরসিবিতে ২০১৯ সালে। তবে আইপিএলে খেলার অভিজ্ঞতায় কোনও খামতি নেই সাউদির। আইপিএলে ৪০টি ম্য়াচে ২৮টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএলের তরফেও বিজ্ঞপ্তি জারি করে সাউদির ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ঢুকে পড়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে।

 

 

ভারতের মাটিতে আইপিএলে ২০২১ -এর প্রথম পর্বে একেবারেই সমর্থকদের আশা পূরণ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ৭ ম্যাচে ২টি জয় নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে অধিনায়ক ইয়ন মর্গ্যানের দল। ফলে মরুদেশে যদি শেষ চারে জায়গা পাকা করতে হয় কেকেআরকে, তাহলে ৭টির মধ্যে ৬টি ম্যাচ জিততে হবে। এমন কঠিন পরিস্থিতিতে সাউদির অভিজ্ঞতার দলের কাজে লাগবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। নতুন নাইটকে স্বাগত জানানো হয়েছে দলের তরফে।

Share this article
click me!

Latest Videos

Dev Adhikari : ২০ কোটি পেরোতেই দুবাইয়ে প্রিমিয়ার খাদানের, দেখুন কী বলছেন দেব-যীশুরা
‘বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে ভূমি এবং ভূমি রাজস্ব দফতরে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
আমজনতার উদ্দেশ্যে অগ্নিমিত্রা পালের বক্তব্য, দেখুন সরাসরি
'আপনি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন নি', মুর্শিদাবাদের জনসভা থেকে Mamataকে আক্রমণ Suvendu-র
Suvendu Adhikari : মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সীতা রাম মন্দিরের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী