ভারতীয় টেস্ট দল থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা

  • চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে দলে নেই বুমরা
  • বুমরার জায়গায় দলে এলেন উমেশ যাদব
  • আপাতত এনসিএতে রিহ্যাব করবেন ভারতীয় পেসার
  • অনুপস্থিত বুমরা,  ব্যাকফুটে ভারতীয় পেস অ্যাটাক

আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন পেসার জসপ্রীত বুমরা। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন ভারতীয়ে পেসার। পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে বাদ পরলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলার। বুমরার জায়গায় গান্ধী-ম্যান্ডেলা ট্রফিতে ভারতীয় দলে এলেন উমেশ যাদব। এনসিএতে তাঁর স্ক্রিনিংয়ের পরেই ধরা পরে তাঁর চোট। সেই কারণেই বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় সিনিয়র দলের নির্বাচকরা।

অক্টোবরের ২ তারিখ থেকে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করছে ভারতীয় দল। তবে ছন্দে থাকা বুমরাকে পাছেন না অধিনায়ক কোহলি। বিসিসিআই জানিয়েছে, সোমবার পরিক্ষা করা হয় বুমরার, সেখানেই চোট ধরা পরে। তাই কিছুদিনের বিশ্রামে থাকতে হবে এই পেসারকে। এখন বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে বোর্ডের ডাক্তারদের তত্ত্বাবধানে থাকবেন বুমরা।

Latest Videos

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল বুমরার। আর টেস্ট ক্রিকেটের প্রথম দিন থেকেই নিজের দাপট দেখিয়েছেন এই ফাস্ট বোলার। দেশের জার্সিতে ১২টি টেস্ট ৬২ উইকেট নিয়ে বিশ্বের সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন বুমরা। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে বুমরা-রাবাদা দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। তবে সেই আসা পূরণ হচ্ছে না।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিছুটা হলেও ব্যাকফুটে ভারতীয় দলের পেস অ্যাটাক। বুমরার বদলে দলে সুযোগ পাওয়া উমেশ কতটা কার্যকরি হয়ে উঠতে পারেন সেটাই দেখার।

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল