কোহলি-যুবরাজ থেকে সেওয়াগ, কেকে-র প্রয়াণে শোক প্রকাশ ভারতীয় ক্রিকেটারদের

Published : Jun 01, 2022, 03:24 PM IST
কোহলি-যুবরাজ থেকে সেওয়াগ, কেকে-র প্রয়াণে শোক  প্রকাশ ভারতীয় ক্রিকেটারদের

সংক্ষিপ্ত

প্রয়াত (Passes Away) সঙ্গীত শিল্পী (Singer) কেকে (KK)। কলকাতায় অনুষ্ঠানে এসে অসুস্থ বোধ করেন তিনি। হোটেলেও ফিরে যান তিনি। তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কেকে-র প্রয়াণে শোক প্রকাশ ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricketers)।   

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে। মঙ্গলবার কলকাতায় একটি কনসার্ট চলাকালীন হঠাৎ করে কেকে-র স্বাস্থ্যের অবনতি হয়। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে  শোকাহত সব মহল। নিজের গানের জাদুকে সককলকেই মোহিত করেছিলেন কেকে। ক্রীড়া মহলেও নেমে এসেছে শোকের ছায়। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও শোক প্রকাশ করেথেন কেকে-র মৃত্যুতে বিরাট কোহলি, সিনিয়র ক্রিকেট বীরেন্দ্র সেহওয়াগ এবং ক্রিকেট সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা বিশিষ্ট গায়ক কেকেকে শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়ায় গিয়েছিলেন। বর্তমান ক্রিকেটার বিরাট কোহলি, শিখর ধওয়ান থেকে শুরু করে বীরেন্দ্র সেওয়াগ, ভিভিএস লক্ষ্মণ সকলেই শোক প্রকাশ করেছেন।

কেকে-র মৃত্যুতে বিরাট কোহলি টুইট করেছেন এবং লিখেছেন যে 'আমাদের সময়ের একজন দুর্দান্ত গায়ক এবং হঠাৎ হারিয়ে গেলেন। তার পরিবার ও ঘনিষ্ঠদের প্রতি সমবেদনা। কে কে...'

 

 

 শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ায়  কেকে-র ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন যে 'মিউজিকের সাথে এমন একটি সুন্দর কণ্ঠ যা আমাদের সবাইকে আবেগপ্রবণ করে তুলেছে, তার প্রিয়জনের প্রতি আমার সমবেদনা।'

 

 

ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় যুবরাজ সিং টুইট করে লিখেছেন, 'জীবন কতটা অনিশ্চিত এবং ভঙ্গুর! কেক-র মর্মান্তিক মৃত্যুর খবর। ঈশ্বর যেন তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেন। ওম শান্তি'

 

 

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ কেকে-কে স্মরণ করে টুইট করেছেন- 'কলকাতায় পারফরম্যান্সের সময় অসুস্থ হয়ে কেকে মারা যাওয়ার কথা শুনে দুঃখিত। জীবন কতটা সৌখিন তার আরেকটি উদাহরণ। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি।'

 

 

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইট করে লিখেছেন,'একজন বিস্ময়কর গায়ক কে কে-র অকাল মৃত্যুতে শোকাহত। তিনি বেঁচে থাকবেন তার গানের মাধ্যমে। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি।'

 

 

প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে টুইট করে লিখেছেন, 'কেকে-র মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।'

 

 

প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর তার গানের লাইনটি টুইট করেছেন, "হাম রাহে ইয়া না রাহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পাল" কে কে আর নেই জেনে খুব খারাপ লাগছে।

 

 

সুরেশ রায়না তার ইন্সটা স্টোরিতে কেকে-র ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন যে 'একেবারে হতবাক.. এটি একটি দুঃখজনক ক্ষতি। আপনার গান সবসময় আমাদের হৃদয়ে থাকবে। আপনি কিংবদন্তি, খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। কে কে এর প্রিয়জনদের শক্তি দিন। ওম শান্তি...'

প্রসঙ্গত, কেকের জন্ম ২৩ অগাস্ট, ১৯৬৮। ছোটবেলা কাটে নয়াদিল্লিতে। কিংবদন্তি গায়ক কিশোর কুমার ছিলেন কৃষ্ণকুমার কুন্নাথের প্রেরণা। তাঁকে দেখেই মূলত সঙ্গীত জীবনে আসেন তিনি। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে কেকে জানান, তিনি আর.ডি বর্মন, মাইকেল জ্যাকসন এবং আরও বেশ কয়েকজন হলিউড গায়কের অনুরাগী ছিলেন। দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর মাস ছয়েকের জন্য মার্কেটিং এক্সিকিউটিভের কাজ করেন কেকে। এর কয়েক বছর পর ১৯৯৪ সালে তিনি মুম্বই পাড়ি দেন বলিউডে কেরিয়ার গড়ার স্বপ্ন চোখে নিয়ে। ১৯৯৭ সালে 'হম দিল দে চুকে সনম' ছবিতে প্রথম প্লেব্যাক। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ড পান।  কেকে-র অকাল প্রয়াণ সত্যিই মেনে নেওয়া কঠিন। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?