বড় রান না তুললে ম্যাচ জেতা যাবে না, জানালেন ওয়াসিম জাফর

  • প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয় ঘটেছিল ভারতের
  • শ্রেষ্ঠ দলের মতো ব্যাটিং করেনি ভারত, বলছেন ওয়াসিম
  • শুরু করেও মাঝপথে খেই হারিয়ে ফেলছেন ভারতীয় ব্যাটসম্যানরা
  • ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারত

বড় রান না করলে টেস্ট ম্যাচ জয়ের আশা করা উচিত নয় জানালেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের তারকা ওয়াসিম জাফর। তার মতে স্কোরবোর্ডে বিশাল সংখ্যক রান তোলা যদি সম্ভব না হয় তবে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ বাঁচানোর আশা ছাড়তে হবে ভারতকে। শুধুমাত্র বোলিংয়ের ওপর নির্ভর করে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের আশাই করা উচিত নয় বলে মনে করছেন তিনি।

প্রথম টেস্টে লজ্জাজনকভাবে ১০ উইকেটে হেরেছে ভারত। বোল্ট, সাউদি, জেমিসনদের বিষাক্ত সুইং-এর সামনে ছারখার হয়ে গেছে ভারতীয় ব্যাটিং অর্ডার। সাউদিদের বুদ্ধিদীপ্ত পেস বোলিংয়ের সামনে রীতিমতো নাকানি-চোবানি খেয়েছেন কোহলিরা। 

Latest Videos

ওয়াসিম মনে করেন কোহলির মতো বড় ব্যাটসম্যানের দীর্ঘদিন ফর্মে না থাকা ভারতের কাছে সত্যি হতাশার ব্যাপার। সঙ্গে তিনি এও জানান যে কোহলির মতো ব্যাটসম্যানরা ভালোমতোই সক্ষম যে কোনও পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে নিজেদের সেরা ফর্মে প্রত্যাবর্তন করতে। চেতেশ্বর পূজারার সম্পর্কেও মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তার মতে একবার একটু বড় রান করলেই আত্মবিশ্বাস ফিরে পাবেন পূজারা। তখন সবাই আবার সেই ক্লাসিক্যাল পূজারার দেখা পাবে। 

ম্যাচ জিততে গেলে প্রথম ইনিংসে বড় রান করতে হবে বলে মনে করছেন ওয়াসিম। তার মতে ৩০০-৪০০ রান বোর্ডে একবার তুলতে পারলে দলের ওপর থেকে চাপ কমে যায়। ২০০-২৫০ রান নিয়ে লড়াই করতে গেলে বাড়তি চাপ পড়ে বোলারদের ওপর। ঠিক সেই কারণেই ভারতকে প্রথম ম্যাচ হারতে হয়েছিল বলেও মনে করেন তিনি।

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা