আইপিএল ২০২০-তে আর কার কত দর, দেখে নিন একনজরে

  • আইপিএল ২০২০-তে রীতমতো জমজমাট পরিবেশ
  • কাঙ্খিতভাবেই বেশকিছু ক্রিকেটারের নাম বেশি দরের তালিকাতে ছিল
  • এই সব ক্রিকেটাররা ভালোই দর পেয়েছেন
  • এমন কিছু ক্রিকেটারও রয়েছেন যারা ভালো দর পাননি
     

প্যাট কামিন্স হয়ে গিয়েছেন এবারের আইপিএল নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ১৫.৫০ কোটি টাকা-তে কিনে নিয়েছে। এছাড়াও আরও কিছু প্লেয়ার ভালোই দর পেয়েছন। এঁদের অনেকেরই দর ১০ কোটি টাকাও ছুঁয়েছে। একনজরে ভালো দর পাওয়া ক্রিকেটারদের তালিকা। 


গ্লেন ম্যাক্সওয়েল- এই অজি ক্রিকেটার মানসিক হতাশায় মাঠের বাইরে থাকলেও ভালো দর পেয়েছেন। তাঁকে ১০.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। গত আইপিএল-এও ৯ কোটি টাকার দর পেয়েছিলেন ম্যাক্সি। তাঁকে সেবার কিনে নিয়েছিল দিল্লি। এবার ম্যাক্সি চলে গেলেন তাঁর পুরনো দল কিংস ইলেভেন পঞ্জাবে। 

Latest Videos

ক্রিস মরিস- তাঁকে ১০ কোটি টাকায় কিনে নিয়েছে আরসিবি। বিরোট কোহলি-র দলে এবার এক শক্তিশালী টিম মেট হিসাবে অন্তর্ভুক্ত হলেন মরিস। তাঁকে নিয়ে দর কষাকষি-তে এদিন নেমেছিল ব্যাঙ্গালোর, মুম্বই ও আরসিবি। 

স্যাম কুরান- ব্রিটিশ এই অল-রাউন্ডারের জন্য চেন্নাই ও দিল্লির মধ্যে লড়াই চলছিল। ৫.৫ কোটি টাকায় তাঁকে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। 

ইয়ন মর্গান- ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আইপিএল ২০২০-তে ফিরছেন তাঁর পুরনো ঘর কেকেআর-এ। ৫.২৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

অ্যারন ফিঞ্চ- অজি এই ক্রিকেটারকে এবার দেখা যাবে আরসিবি-র জার্সিতে। তিনি- ৪.৪০ কোটি টাকায় এবার আরসিবি-তে গিয়েছেন। 

রবিন উত্থপা- কেকেআর-এর নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু গত দুটো আইপিএল-এ মোটেও চমকপ্রদ ছিল না তাঁর পারফরম্যান্স। তাঁকে এবার ছেড়েই দিয়েছিল কলকাতা। ৩ কোটি টাকায় উত্থপা-কে কিনে নিয়েছে রাজস্থান রয়্য়ালস। 

ক্রিস লিন- কেকেআর-এর ধুন্ধুমার ওপেনার ছিলেন একটা সময়। কিন্তু, চোট-আঘাত এবং অফফর্ম গত আইপিএল-এ কেকেআর-এর মোহভঙ্গ ঘটায়। যার জেরে আইপিএল ২০২০-র নিলামের আগে লিন-কে ছেড়ে দেয় কলকাতা। এহেন ক্রিস লিন-কে ২ কোটি টাকায় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। 

জেসন রয়- ইংল্যান্ডের দুর্ধর্ষ ওপেনার। তাঁকে দেড় কোটি টাকায় কিনে নিয়েছে দিল্লি ক্যাপিট্যালস। 

ক্রিস ওকস- ইংল্যান্ডের এই অলরাউন্ডারও এবার দিল্লি ক্যাপিট্যালস-এ। দেড় কোটি টাকায় তাঁকে ঝুলিতে পুড়েছে দিল্লি। 

স্যাম কুরান- এই অলরাউন্ডার এবার গেলেন চেন্নাই সুপার কিংসে। তাঁকে দেড় কোটি টাকায় নিলামে কিনে নিল চেন্নাই সুপার কিংস। 

পীযূষ চাওলা- কেকেআর-এর এক সময়ে তুরুপের তাস। ৬.৭৫ কোটি টাকা দর দিয়ে তাঁকে দলে নিয়ে নিল চেন্নাই সুপার কিংস। 

জোস হ্যাজেলউড- অজি এই ক্রিকেটার দর পেয়েছেন ২কোটি টাকার। তিনি চেন্নাই সুপার কিংস-এর হয়ে খেলবেন। 

সিমরণ হেটমেয়ার- ওয়েস্ট ইন্ডিজের এই পাওয়ার হিটারকে নিয়ে এবার হাঁকাহাঁকি হবে তা নিশ্চিত ছিল। সেই মতো তিনি দরও পেয়েছেন। ৭.৭৫ কোটি টাকার দর পেয়ে দিল্লি ক্যাপিট্যালস-এ গিয়েছেন হেটমেয়ার। 

অ্যালেক্স কারে- অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানকে ঘিরে জোর জল্পনা ছিল। টি-টোয়েন্টিতে ইউলিটি প্লেয়ার তিনি। ব্যাটিং-এ যেমন সিদ্ধহস্ত, তেমনি অফস্পিন বোলিংও করতে পারেন। প্রয়োজনে উইকেট কিপিং-ও করেন তিনি। যদিও, জল্পনা অনুযায়ী দাম পাননি কারে। ২.৪০ কোটি টাকায় দিল্লি ক্যাপিট্যালস তাঁকে দলে নিয়েছে। 

শেল্ডন কটরেল- উইকেট পেলেই স্যালুট ঠুকে দেন। আর এই জন্য তিনি এই মুহূর্তে ক্রিকেট মহলের নজর টেনেছেন। চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বল হাতে নজর কেড়েছেন কটরেল। তিনি যে আইপিএল-এ ভালো দর পাবেন তা অনেকটাই নিশ্চিত ছিল। ৮.৫০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। 

রবি বিষ্ণোই- ২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। 

জিমি নিসম- অলরাউন্ডার নিসম পেয়েছেন ৫০ লক্ষ টাকার দর। তাঁকে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। 

দীপক হুড়া- একটা সময় আইপিএল-এর তারকা ছিলেন। কিন্তু, এখন প্রায় বাতিলের খাতায়। তবু এবার দল পেলেন দীপক। তাঁর পুরনো দল কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে দলে রেখেছেন। ৫০ লক্ষ টাকা পেয়েছেন তিনি। 

ইশান পোড়েল- এবারের আইপিএল-এ এবার দল পেলেন বাংলার ছেলে ইশাল পোড়েল। ২০ লক্ষ টাকায় এই বাঁ-হাতি পেসারকে দলে রেখেছে কিংস ইলেভেন পঞ্জাব। 

বরুণ চক্রবর্তী- কলকাতা নাইট রাইডার্স যে চমক এবারের নিলামে দেখিয়েছে তারমধ্যে অবশ্যই অন্যতম বরুণ চক্রবর্তীকে দলে রাখা। আনক্যাপড বরুণ-কে ৪ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। 

রাহুল ত্রিপাঠী- ব্যাটসম্যান রাহুলকে ৬০ লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

এম সিদ্ধার্থ- বোলার সিদ্ধার্থকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর। 

প্যাট কামিন্স- এবারের আইপিএল-এর সবচেয়ে দামি প্লেয়ার। কেকেআর তাঁকে ১৫.৫০ কোটি টাকায় দলে নিয়েছে। 

নাথান কুইল্ট্যার নিল- একটা সময় কেকেআর-এর ভরসাযোগ্য অলরাউন্ডার। এবার গেলেন মুম্বই ইন্ডিয়ান্সে। দর পেলেন ৮ কোটি টাকা। 

সৌরভ তিওয়ারি- আইপিএল-এর প্রথম দিকে মুম্বই ইন্ডিয়ান্সের ভরসাযোগ্য ব্যাটসম্যান হিসাবে নজর কেড়েছিলেন। কিন্তু, পরের সময়ে আইপিএল-এ সেভাবে পারফর্ম করতে পারেননি। ফলে একটা সময় মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিয়েছিল। এবার ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

জয়দেব উনাদকট- কেকেআর একটা সময়ের এই বোলারকে এবার দলে নিয়েছে রাজস্থান রয়্য়ালস। ৩ কোটি টাকায় তাঁকে দলে নেওয়া হয়েছে। 

যশস্বী জয়সওয়াল- ফুচকাওয়ালা থেকে ক্রিকেটার। রাজস্থান রয়্য়ালস-এর হয়ে খেলবেন এই অলরাউন্ডার। দর পেলেন ২ কোটি ৪০ লক্ষ টাকা। 

কার্তিক ত্যাগী- ১ কোটি ৩০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে রাজস্থান রয়্য়ালস। 

অনুজ রাওয়াত- এই উইকেটকিপার-কে ৮০ লক্ষ টাকায় দলে নিয়েছে রাজস্থান রয়্য়ালস। 

ডেভিড মিলার- দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানকে দলে নিয়েছে রাজস্থান। ৭৫ লক্ষ টাকা দর পেয়েছেন তিনি। 

আকাশ সিং- বোলার আকাশ এবার খেলবেন রাজস্থানের হয়ে। তিনি পেয়েছেন ২০  লক্ষ টাকার দর। 

মিচেল মার্শ- অলরাউন্ডার এই অজি ক্রিকেটার গিয়েছেন সানরাইজ হায়দরাবাদে। পেয়েছেন ২ কোটি টাকার দর। 

প্রিয়য়ম গর্গ- ব্যাটসম্যান প্রিয়ম। তাঁকে ১কোটি ৯০ লক্ষ টাকায় দলে নিয়েছে হায়দরবাদ। 

বিরাট সিং- এই ক্রিকেটারটিকে নিয়ে এবার প্রবল উন্মাদনা রয়েছে। বলা হচ্ছে ২০২০-র আইপিএল বিরাট সিং-এর উত্থানের বছর হিসাবে চিহ্নিত হবে। তাঁকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দর দিয়ে কিনে নিয়েছে সানরাইজ হায়দরাবাদ। 

ক্রিস জর্ডন- ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে ৩ কোটি টাকায় কিনে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। 

কেন রিচার্ডসন- অস্ট্রেলিয়ার এই বোলারকে ৪ কোটি টাকায় দলে টেনেছে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today