পাকিস্তানকে হারিয়ে শুধু ম্য়াচ জয় নয়, মনও জিতলেন মহিলা ভারতীয় দল, দেখুন ভাইরাল ভিডিও

আইসিসি মহিলা বিশ্বকাপের (ICC Womens World Cup 2022) প্রথম ম্য়াচে পাকিস্তানকে (Pakistan) হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে শুধু ম্য়াচ জয় নয়, ম্য়াচের উইমেন্স ইন ব্লুদের (Womens In Blue)আচরণ মনও জয় করে নিল পাক ক্রিকেটার ও নেটিজেনদের।

আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022)-এর শুরুটা দুরন্ত করেছে ভারতীয় ক্রিকেট দল (Indan Cricket Team)। প্রথম ম্য়াচেই চিরপ্রতীদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দেশবাসীর মন জয় ককরে নিয়েছে মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামী (Jhulan Goswami), স্মৃতি মন্ধনারা (Smriti Mandhana)। তবে মাঠে দুই দল বা দুই দেশে চিরপ্রতীদ্বন্দ্বী হলেও, খেলার বাইরে দুই দেশের  মহিলা ক্রিকেটারদের সুন্দর সম্পর্কের মহূর্তে মন জয় করে নিয়েছে সকলের। বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের মিষ্টি ব্যবহার দেখে অভিভূত পাকিস্তানের ক্রিকেটাররাও। আর এই সব কিছু কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ছোট্ট ফুটফুটে শিশু কন্যা। পাকিস্তান মহিলা ক্রিকেট দলের (Pakistan Womens Cricket Team)অধিনায়ক  বিসমা মারুফের (Bismah Maroof)ছোট্ট কন্যা সন্তানকে ঘিরে ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস, আদর ও ভালোবাসার মুহূর্ত এখম নেট দুনিয়ায় ভাইরাল (Viral)।

মা হওয়াক পর ফের ক্রিকেটে কামব্যাক করেছেন বিসমা মারুফ। নিজের কন্যা সন্তান ফতেমাকে নিয়েই নিউজিল্যান্ডে পারি দিয়েছেন বিশ্বকাপ খেলার জন্য। সঙ্গে রয়েছে পাক অধিনায়কেরর মাও। বিসমার মারুফের ব্যস্ত সময়ে ফতেমাকে দেখভাল করার জন্য। সেই ছবি নেট মাধ্যমে শেয়ার করে  বিসমা লেখেন, ‘আবার বিশ্বকাপে খেলতে পারা সত্যিই আলাদা অনুভূতি। আমি একটু আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আমার মা এবং মেয়ে, দু’জনেই এখানে রয়েছে। এটা আমার কাছে বিশেষ মুহূর্ত।’ তবে প্রথম ম্য়াচে জয়ের মুখ দেখ পারেনি পাক দল। ভারতের বিরুদ্ধে ১০৭ রানে হারতে হয়েছে পাক দলকে।

Latest Videos

ভারত-পাকিস্তান ম্য়াচের পর দেখা যায় যে বিসমা ফারুকের কন্যা সন্তানকে ঘিরে রেখেছে ভারতীয় ক্রিকেটাররা।  পাক অধিনায়কের কন্যা সন্তান নিয়ে খেলা করতে ব্যস্ত টিম ইন্ডিয়ার প্লেয়াররা। সেখানে রয়েছে স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ সহ অন্যান্যরা। বেশ খোশ মেজাজে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। হাসি মুখে পাওয়া যায় বিসমা ফারুককেও। ছোট্ট ফতেমাও তারকা ক্রিকেটারদের সঙ্গে এই খেলা উপভোগ করছিলেন। আইসিসির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে লেখা হয়, ছোট্ট ফতিমার প্রথম পাঠ ভারত বনাম পাকিস্তান থেকে স্পিরিট অই ক্রিকেট।

 

আরও পড়ুনঃফের পাকিস্তানকে বিশ্বকাপে মাত দিল ভারত, দুরন্ত পারফরম্যান্স বাংলার রিচা ও ঝুলন

প্রসঙ্গত, মহিলা বিশ্বকাপের প্রথম ম্য়াচে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নে ভারতীয় দল। প্রথম ব্য়াট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে উইমেন্স ইন ব্লু। দলে হয়ে সর্বোচ্চ ৬৭ করেন পুজা ভাস্ত্রাকার। এছাড়া ৫৩ রান করেন স্নেহ রানা, ৫২ রান করেন স্মৃতি মন্ধনা, ৪০ রান করেন দীপ্তি শর্মা। রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে পাকিস্তান মহিলা ক্রিকেট দল। শেষ পর্যন্ত ১৩৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৩০ রান করেন সিদরা আমিন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন রাজেশ্রী গায়কোয়াড়। ২টি করে উইকেট নেন ঝুল গোস্বামী ও স্নেহ রানা। একটি করে উইকেট নেন মেঘনা সিং ও দীপ্তি শর্মা। ১০৭ রানে ম্য়াচ জেতে টিম ইন্ডিয়া। ১০ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury