বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল বলে কথা। তাই ভারতীয় দলের অনুশীলনেও দেখা গেল সেই আগুনে মেজাজ। দেখে মনে হবে এ যেন সত্যিই যুদ্ধ জয়ের মহড়ায় নেমেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রবি অশ্বিনরা। ১৮ তারিখ থেক সাউদ্যাম্পটনের এজিয়াস রোজ বোল স্টেডিয়ামে শুরু হবে টেস্টে ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই। তার আগে পুরো দমে অনুশীলনে টিম ইন্ডিয়া। সেই ভিডিও শেয়ার করল বিসিসিআই।
ইংল্যান্ডে পা রাখার পর কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছে ভারতীয় দল। এই কদিন বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছে ভারতীয় ক্রিকেটাররাষ ৫ দিন পর অবশেষে গ্রুপ অনুশীলনের অনুমতি দেওয়া হ বিরাট কোহলির দলকে। গ্রুপ অনুশীলনে নেমেই মেজাজে ধরা দিলেন বিরাট-রোহিতরা। প্রথমবার একসঙ্গে মাঠে নামার আনন্দ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন ক্রিকেটাররা। প্রথমে বিরাট, রোহিত, পূজারা, পন্থরা ব্যাটিং অনুশীলন করলেন। রক্ষণাত্মক ও আক্রমণাত্মক দুই ধরনের শটই খেলতে দেখা গেল তাদের।
ব্য়াটিংয়ের পর পালা বোলিং অনুশীলনের। বোলিং কোচ ভরত অরুণের তত্ত্বাবধানে নেটে আগুন ঝড়ালেন মহম্মদ শামি, সিরাজ, ইশান্ত, বুমরা সহ ভারতীয় পেস ব্যাটারি। রবিচন্দ্রন অশ্বিনও তার স্পিনের ভেলকি দেখালেন কিছু সময়। সকল বোলারদের নিয়ে আলোচনাও করেন ভরত অরুণ। ফিল্ডিং কোচ শ্রীধরে কিছুক্ষণ করালেন ক্যাচ প্র্যাকটিসও। সব মিলিয়ে মহারণে নামার জন্য ভারতীয় দল যে পুরোপুরি প্রস্তুত তা বোঝা গেল অনুশীলনের প্রথম দিন থেকেই।