সচিন-রোহিত-কোহলিদের নেই যেই রেকর্ড, রঞ্জি অভিষেকে সেটাই করে দেখালেন যশ ধুল

রঞ্জি ট্রফির (Ranji Trophy) অভিষেক ম্য়াচে (Debut Match) দুই সেঞ্চুরি (Century) করলেন যশ ধুল (Yash Dhull)। দিল্লি হয়ে ওপেন করতে নেমে অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক (U19 World Cup) দুই ইনিংসেই করলেন ১১৩ রান। 

দেশকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) দেওয়ার পর ঘরোয়া ক্রিকেটেও অভিষেকটা চির স্মরণীয় করে রাখলেন যশ ধুল  (Yash Dhull)। যেই রেকর্ড রঞ্জি ট্রফির (Ranji Trophy) অভিষেক (Debut Match) নেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রোহিত শর্না ( Rohit Sharma) বা বিরাট কোহলির ( Virat Kohli) মত মহা তারকা ব্যাটসম্যানদের। সেই রেকর্ডই করে দেখালেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, পৃথ্বি শ-দের সঙ্গে একই আসনে বিরাজমান হয়েছেন। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়লেন  যশ ধুল। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন  যশ ধুল। পাশাপাশি দেশকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা তারপরই রঞ্জি অভিষেকেই দুই ইনিংসের শতরানের নজির এর আগে নেই কোনও ক্রিকেটারের।

Latest Videos

তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিমংসে দ্রুত গতিতে শতরান করেছিলেন ইয়শ ধুল। ৬টি বাউন্ডারির সাহায্যে ১৩৩ বলে সেঞ্চুরি করেন তিনি।  শেষ পর্যন্ত ১৫০ বলে ১১৩ রান করে আউট হন  যশ।  ১৮টি চার দিয়ে সাজানো ছিল তার ইনিংস। আর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ১১৩ রানের ইনিংস খেললেন যশ ধুল। ২০২ বলে ১৪টি চার ও একটি ছয়ে সাজানো তার ইনিংস। রঞ্জি অভিষেক জোড় শতরান করে  যশ ধুল ইতিহাস তৈরি করলেও দিল্লির ম্য়াচ কিন্তু ড্র হয়ে যায়। প্রথম ইনিংসে ৪৫২ রান করে দিল্লি । যশ ধুলের ১১৩ রান ছাড়াও ১৭৭ রানের ইনিংস খেলেন ললিত যাদব। জবাবে প্রথম ইনিংসে তামিলনাড়ুও ৪৯৪ রান করে। ১৯৪ রানের ইনিংস খেলেন শাহরুখ খান ও বাবা ইন্দ্রজিৎ করেন ১১৭ রান। দ্বিতীয় ইনিংসে দিল্লির হয়ে ওপেনিং জুটিতে সেঞ্চুরি করেন যশ ধুল ও ধ্রুব সোরে। ম্য়াচ ড্র ঘোষণা করা হয়।

 

 

তবে অনন্য নজির গড়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন যশ ধুল। এৎ আগে ১৯৫২-৫৩ মরশুমে রঞ্জি অভিষেকে গুজরাতের হয়ে জোড়া শতরান করেছিলেন নরি কন্ট্রাক্টর। প্রথম ইনিংসে করেছিলেন ১৫২ রান। দ্বিতীয় ইনিংসে করেছিলেন অপরাজিত ১০২ রান। তারপর ২০১২-১৩ মরশুমে মহারাষ্ট্রের ব্যাটার বিরাগ আওয়াতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সেই নজির গড়েছিলেন। প্রথম ইনিংসে ১২৬ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১১২ রান। এবার তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০২২ সালের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি অভিষেকে দুই ইনিংসেই ১১৩ রানের ইনিংস খেললেন যশ ধুল।  পাশাপাশি রঞ্জি ট্রফিতে দিল্লি ক্রিকেটের হিসেবে দুই ইনিংসে শতরান করাও নজির গড়লেন যশ। এর আগে এই কৃতিত্ব করেছেন দিল্লি হয়ে মনসুর আলি খান পতৌদি, সুরিন্দর খান্না, মদন লাল, অজয় শর্মা, রমন লাম্বা, ঋষভ পন্তরা। ফলে যশ ধুলের রঞ্জি অভিষেক সত্যি ঐতিহাসিক।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari